বাফেলো (যুক্তরাষ্ট্র) থেকে নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশিদের অব্যাহত অভিযাত্রা বদলে দিচ্ছে নিউইয়র্কের বাফেলো নগরকে। বাফেলো শহরে এক সময় সন্ত্রাসীদের দাপট ছিল। পরিত্যক্ত হয়ে যাচ্ছিল ঘরবাড়ি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশিদের অভিবাসনে শহরের চেহারাই বদলে গেছে। ইস্ট সাইড নেইবারহুডে প্রোপার্টির ভ্যালু বেড়ে যাচ্ছে। বাড়িগুলোর মালিকানা নিচ্ছে বাংলাদেশিরা। নিজেদের বসতির ফলে এলাকার সন্ত্রাস উল্লেখযোগ্য হারে কমে গেছে। ডিটেইল ব্যবসা প্রতিষ্ঠানগুলো উদ্বোধন হচ্ছে। ভাঙা বাড়িগুলো পুনর্নির্মাণ হচ্ছে, ফলে সিটিতে জমির মূল্য বেড়েছে। বাংলাদেশিরা বাড়ি কেনা এবং রিপেয়ার করেই ক্ষান্ত হয়নি, নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছে বাফেলোতে।
হালাল মার্কেট, রেস্টুরেন্টে, ড্রাইভিং স্কুল, বাঙালি স্কুল, ফার্মেসি, বারবার শপ খুলছে বাংলাদেশিরা। যাদের অধিকাংশই এখানে নবাগত। গত এক যুগ ধরে বাফেলোতে বাংলাদেশি কমিউনিটি ক্রমান্বয়ে সুপ্রতিষ্ঠিত হচ্ছে। বাংলাদেশিদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে চারটি মসজিদ ও ইসলামিক কেন্দ্র। বাংলাদেশিরা নিউইয়র্ক সিটি, ডেট্রয়েট, পেনসিলভানিয়া এবং নিউজার্সি থেকে মূলত বাফেলোতে মুভ করছে। পাশাপাশি দেশ থেকে আসা নবাগত অভিবাসীরা বাফেলোকে নতুন ঠিকানা হিসাবে বেছে নিচ্ছে। বাফেলো আগামী দিনের এক খণ্ড ‘বাংলাদেশ’ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে।