1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
যুক্তরাজ্য লেস্টারে দারুস সালাম মসজিদে এক মিলাদের আয়োজন করা হয় - DeshBideshNews
November 28, 2024, 10:32 pm
 

যুক্তরাজ্য লেস্টারে দারুস সালাম মসজিদে এক মিলাদের আয়োজন করা হয়

  • Update Time : Sunday, October 2, 2022
  • 314 Time View

মোঃ আজমল হোসেন যুক্তরাজ্য লেস্টার প্রতিনিধিঃ-

গত ২৭ শে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার যুক্তরাজ্য লেস্টারে দারুস সালাম মসজিদে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ১৯৭২ সালের যারা এই মসজিদটি স্থাপনা করেছিলেন তাদের জন্য দোয়া মাহফিল এবং মসজিদের পার্শ্বের ঘর কিনে মসজিদের মাদ্রাসা বানানোর জন্য নিলামে ক্রয় করেন। দারুস সালাম মসজিদ নিলাম থেকে ৩৩০,০০০ পাউন্ডে পাশের বাড়ির সম্পত্তি কিনেছে।

এই অর্থ তাদের মুছল্লীদের কাছ থেকে কার্জ ই হাসনা হি

সাবে সংগ্রহ করা হয়েছিল।

এখন মহিলা এবং পুরুষরা কার্জ ই হাসনা ফেরত দেওয়ার জন্য £ ১০০০পাউন্ড দান করছেন। প্রতিটি £১০০০ পাউন্ড  দাতাকে বদরের মহান যুদ্ধের ৩১৩ জন সাহাবীর সাথে যুক্ত করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা দাতাদেরকে জান্নাতুল ফেরদৌসে নিজ নিজ সাহাবীর সাথে একত্রিত করুন।

সংস্কার কাজের পরের সম্পত্তিটি 2 তলায় স্কুল বিষয়ের জন্য মাদ্রাসা এবং টিউশন সেন্টার হিসাবে ব্যবহার করা হবে। গ্রাউন্ড ফ্লোরটি অন্তর্ভুক্ত করার জন্য কার্যকলাপের জন্য একটি বহুমুখী কেন্দ্র হিসাবে ব্যবহার করা হবে:

  • বয়স্কদের জন্য সাপ্তাহিক মধ্যাহ্নভোজ ক্লাব;
  • গেম রুম/ইয়ুথ সেন্টার;
  • মা এবং বাচ্চাদের দল;
  • মহিলা দলের কার্যক্রম;
  • বাংলাদেশ হাইকমিশনের জন্য সার্জারি;
  • কাউন্সিলরদের জন্য সার্জারি।

এই ইভেন্টটি ছিল একটি দোয়া মাহফিল বিশেষভাবে সম্প্রদায়ের প্রবীণদের জন্য ভবনটি পরিদর্শন এবং দেখার এবং এর সাফল্যের জন্য দোয়া করার জন্য।

পুরস্কার বিজয়ী শেফ আব্দুল হান্নান এবং ডিএমইউ প্রফেসর পারভেজ হারিস যৌথভাবে অনুদান এবং উপাদান এবং প্রবীণদের জন্য একটি সুস্বাদু মধ্যাহ্নভোজ রান্না করেন।

সম্প্রদায়ের অগ্রজ, প্রাক্তন কাউন্সিলর, BYCS-এর কো-অর্ডিনেশন, DR. চৌধুরী ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ভবনের উদ্বোধন করেন।

১৯৭২ সালে প্রতিষ্ঠিত মসজিদ

প্রথম চেয়ারম্যানঃ আলহাজ্ব সি এম হক (আবু তালেব)

দ্বিতীয় চেয়ারম্যানঃ আলহাজ্ব মিগামন উদ্দীন আব্দুল বশীর

বর্তমান:

ইমাম হাফেজ মাওলানা আব্দুল জলিল;

ইমাম মাওলানা আমিনুল হাসান;

বর্তমান চেয়ারম্যানঃ মোহাম্মদ ফখরুল ইসলাম

কমিটির শিক্ষা সম্পাদকঃ আলহাজ্ব ইসিম আলী

যদিও এটি একটি তহবিল সংগ্রহের ইভেন্ট ছিল না – *এর মূল লক্ষ্য ছিল আমাদের প্রবীণদের সম্মান জানানো যারা লেস্টারে আমাদের সাফল্যের ভিত্তি স্থাপন করেছিলেন। আমাদের বাঙালি মুসলমান কমিউনিটি যারা আছেন তারা এই মসজিদ যারা স্থাপন করেছিলেন ১৯৭২ সালে এবং আমাদেরকে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছিলেন তারা অনেকেই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন আর কিছু সংখ্য ক পৃথিবীর মধ্যে আল্লাহর রহমতে বেঁচে আছেন তাদের সবার জন্য সর্বশেষে দোয়া করা হয়েছে। আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন এই মসজিদের উছিলায়। আমাদের লেস্টারের স্থায়ী বর্তমান  বাংলাদেশী কাউন্সিলর শহীদ উল্লাহ খান দারুস সালাম মসজিদকে সেদিন £১০০০ পাউন্ড  এর  একটি চেক দান করেছেন।

 

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ