সোহেল আহমদ চৌধুরী বার্মিংহাম প্রতিনিধিঃ-
অনন্ত কালের শেষ যাত্রার শেষ অংশটুকু ছিল আজ । বৃটেনের বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত পরিচিত প্রিয় মুখ মিস্টিভাষী সৈয়দ এলাহি হক সেলু দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি লিউফোমিয়া ক্যান্সারের সাথে যুদ্ধ করে গত ০১/১০/২২ইং তারিখঃ শনিবার সকালে ৯.৪৫ মিনিটে মহান আল্লাহতায়ালার ডাকে সাড়া দিয়ে জগতের সকল বন্ধন ছিন্ন করে অনন্ত কালের পথে যাত্রা শুরু করেন।মৃত্যেু কালে তিনি স্ত্রী ২ পুত্র ১ কন্যা , ভাই বোন আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
গত ০২/১০/২২ইং তারিখ রোজ রোববার বাদ জোহর ১.৩০মিনিটের সময় বার্মিংহামের ইয়ার্ডলি সিরাজুম মুনিরা জামে মসজিদে মরহুম সৈয়দ এলাহি হক সেলুর নামাজে জানাযা অনুস্টিত হয় ।
বৃটেনের বিভিন্ন শহর থেকে শত ব্যস্ততার মধ্যে বন্ধু-বান্ধব রাজনৈতিক – সামাজিক -সাংস্কৃতিক সহকর্মি সহযোদ্ধাসহ বিভিন্ন পেশার মানুষরা স্বতঃস্ফূর্ত ভাবে জানাযায় অংশ গ্রহন করেন। রোববার সরকারি সকল দফতর বন্ধ থাকায় ডেথ সার্টিফিকেট পেতে দেরি হওয়ার কারনে মঙ্গলবার দাফনের দিন ধার্য করা হয় ।
০৪/১০/২২ইং তারিখ মঙ্গলবার সকাল ১০.৩০মিনিটের সময় নিউ সিমেট্রি সাটন কোল্ড ফিল্ডে ( কবর স্হান) মরহুম সৈয়দ এলাহি হক সেলুর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব রাজনৈতিক সামাজিক – সাংস্কৃতিক কর্মকান্ডের দীর্ঘদিনের সাথী সহযোদ্ধা এবং সিরাজুম মুনিরা জামে মসজিদের ইমাম মওলানা হাফিজ সাব্বির আহমদের দীর্ঘ কোরআন তেলাওয়াত সহ ফিউনারেল ডাইরেক্টর সহ সবার উপস্হিতিতে অশ্রু ভেজা নয়নে আর হৃদয় নিংড়ানো ভালবাসায় সিক্ত হয়ে মওলানা আবুল হাসানের হৃদয় ছুঁয়ে যাওয়া মোনাজাতের মাধ্যমে আল্লাহপাকের নিকট হাওলা করে অনন্ত কালের যাত্রায় কবর জীবনের নতুন সূচনায় নিউ সিমেট্রি সাটন কোল্ড ফিল্ডে(কবরস্হানে ) চির দিনের জন্য কবরে রেখে সবাই চলে আসলেন প্রকৃতির চিরচেনা নিয়মে ।সত্যি তো এটাই , প্রত্যেক প্রাণীকে মৃত্যের স্বাদ গ্রহন করতে হবে ।