প্রবাস ডেস্ক : ব্রিটেনের কেমডেন কাউন্সিল স্থানীয় নির্বাচনে ওয়েস্ট হ্যাম্পস্টেড এলাকা’য় লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে টানা দ্বিতীয় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন সিলেটের নাজমা রহমান। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি এক হাজার ২৬২ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন।
পুষ্টিবিদ নাজমা রহমান সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনের টানা চারবারের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের স্ত্রী।
সহধর্মিনীর পক্ষে প্রচার চালাতে একমাস ধরে ব্রিটেনে রয়েছেন জানিয়ে আজাদ বলেন- নাজমার বিজয়ে আমরা সবাই খুশি। এ বিজয়ে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি রেজওয়ানা সিদ্দিক টিউলিপও নাজমার পক্ষে প্রচারণায় অংশ নিয়ে আমাদের বিজয়কে তরান্বিত করায় তার প্রতি অবশেষ কৃতজ্ঞতা।
ওয়েস্ট হ্যামস্টেড থেকে নির্বাচিত পুষ্টিবিদ নাজমা রহমান দীর্ঘদিন থেকে ব্রিটেনে লেবারপার্টির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি লেবারপার্টির কিলবার্ন ও ওয়েস্ট হ্যামস্টেড শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। এ এলাকা থেকে নির্বাচিত এমপি হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে রয়েছেন রেজওয়ানা সিদ্দিক টিউলিপ।
বিজয়ের পর নাজমা রহমানকে অভিনন্দন জানিয়েছেন লন্ডনের মেয়র লেবার পার্টির নেতা সাদিক খান ও ব্রিটেনের ছায়া উপমন্ত্রী, লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে নির্বাচিত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি রেজওয়ানা সিদ্দিক টিউলিপ।