সোহেল আহমদ চৌধুরী, বার্মিংহাম প্রতিনিধি : পূর্বানাট বৃটেনের প্রগতিশীল নাট্যকলা – সংস্কৃতি জগতের উল্লেখযোগ্য নাম ,বহুল পরিচিত সাংস্কৃতিক সংগঠন। বৃটেনের নাট্য জগতের মূল ধারা ও বাঙালিদের দ্বারা পরিচালিত বিভিন্ন নাট্যকলা গোষ্ঠীর মধ্যে পূর্বানাট তাঁর কাজের মাধ্যমে উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। বৃটেনের বাঙালি কমিউনিটির খুব জনপ্রিয় নাট্যকলা গোষ্ঠী পুর্বানাট। ইতিমধ্যে পূর্বানাট তাঁর মুল্যবান ও ঐতিহাসিক কিছু নাটক দর্শকদের উপহার দিয়েছে। যেগুলো দর্শকদের খুব প্রশংসা কুড়িয়েছে এবং আমাদের নতুন প্রজন্মকে স্বাধীনতা সংগ্রাম মুক্তিযোদ্ধসহ আমাদের দেশীয় নাট্যকলা ও সংস্কৃতিকে জানার ব্যাপারে অনেক সাহায্য করেছে। পুর্বানাট আমাদের কমিউনিটির বিভিন্ন সমস্যাকে চিহ্নিত করে ভলান্টিয়ারিং করে তাঁদের নাট্যকলার মাধ্যমে সবার সামনে নানাভাবে তোলে ধরার চেষ্টা করতেছে। বিভিন্ন দেশের নানা জাতি গোষ্ঠীর মানুষকে আমাদের সংস্কৃতিকে ওদের কাছে পৌঁছানোর জন্য নাট্যকলাকে সেতু বন্ধন হিসাবে ব্যবহার করতেছে। তাঁদের কাজগুলোর মধ্যে অন্যতম সমাজ পরিবর্তন ও সমাজে সুস্থধারার সংস্কৃতিকে সুন্দরভাবে ফিরিয়ে আনতে নানা আর্টস ওয়ার্ক ও সৃজনশীলতার মাধ্যমে সমাজের সকল মানুষের কল্যাণে পৌছে দেওয়া। অনুষ্ঠানে বলা হয় পুর্বানাট সমাজের কল্যাণে সব সময় ভলান্টিয়ারিং করে যাবে তাঁদের সৃস্টিশীল কাজের মাধ্যমে।
প্রয়াত রাণী এলিজাবেথের ক্ষমতা গ্রহনের প্লাটিনাম জুবলি উৎযাপনের সময় ।বার্কিংহাম প্যালেস বৃটেনে বিভিন্ন সামাজিক সংস্কৃতিক কাজের জন্য প্রতি বছর বিভিন্ন ব্যক্তি ও প্রতিস্টানকে তাঁদের কাজের স্বীকৃতি স্বরূপ রাণী কর্তৃক সর্বোচ্চ এওয়ার্ড প্রদান করে থাকে।
পূর্বানাট বাঙালি নাট্যকলা – সংস্কৃতিকে বৃটেনের মূল সামাজিক ধারায় তোলে ধরার জন্য প্রয়াস চালাচ্ছে। মূলধারার সমাজে ও বাঙালি নব-প্রজন্মের ছেলে-মেয়েদের কাছে পরিচয় করিয়ে দিতে ভলান্টিয়ারিং করে নানাভাবে। বিরামহীন শত ব্যস্ততার মধ্যে কাজ করে যাচ্ছে সংস্থাটি। তাঁদের কাজের স্বীকৃতি স্বরূপ এ বছর বৃটেনের বার্কিংহাম প্যালেস পূর্বানাট সি,আই,সিকে বৃটেনের সর্বোচ্চ এওয়ার্ড “কুইন্স এওয়ার্ড” ( MBA) দিয়ে বিশেষভাবে সম্মানিত করে। বৃটেনের মাটিতে কোন নাট্যগোষ্ঠী হিসাবে ভলান্টিয়ারিং কাজ ও নাট্যকলা- সংস্কৃতিকে সমাজের সকল শ্রেণী ও মতের মানুষের কাছে পৌঁছানোর যে চেস্টা বা কাজের জন্য প্রথম বারের মত বৃটেনের সর্বোচ্চ এম, বি, এ, (MBA) খেতাম প্রাপ্ত বাংলাদেশী কোন নাট্যকলা – সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
পূর্বানাট সি আই সি তাঁদের বার্কিংহাম প্যালেস কর্তৃক প্রদত্ত মর্যাদাপূর্ণ কুইন্স এওয়ার্ড ( MBA) সেলিব্রেশন ও শিশুদের বয়সবৃত্তিক আর্টস এওয়ার্ড প্রতিযোগিতার এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে, বার্মিংহাম কমিউনিটির বিভিন্ন পেশার বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষজন ছেলে-মেয়েসহ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করেন ও ধৈর্য সহকারে অনুস্টানটি উপভোগ করেন।
উক্ত জাঁকজমকপূর্ণ সেলিব্রেশন অনুস্টানে স্বাগত বক্তব্য রাখেন পূর্বানাট সি, আই,সির অন্যতম কর্ণদার ডাইরেক্টর মুরাদ খাঁন। রিশনা হকের প্রাণবন্ত সঞ্চালনায়, অতিথিদের পক্ষ থেকে মূল্যবান বক্তব্য রাখেন ইয়ার্ডি বার্মিংহামের লেবার দলের জনপ্রিয় সংসদ সদস্য জ্যাস ফিলিপ/রাচেল থমাস এক্সিকিউটিভ ডাইরেক্টর রেপ/ড. ম্যালকম ডিইক ডাইরেক্টর সেন্টার ফর ওয়েস্ট মিডল্যান্ড হিস্টি ,বার্মিংহাম – ইউনিভার্সিটি/ইমরান চৌধুরী কাউন্সিলর পশ্চিম নর্দামটন, শহীদ পরিবারের সদস্য/আব্দুল কুদ্দুস রাজু ডাইরেক্টর নৌকা বাইচ সি আই সি / মিস ডানা কালামপ্রভা ডাইরেক্টর চেক- স্লোভাক ক্লাব ইউকে ।
অতিথির মধ্যে আরও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন যথাক্রমেঃ মিস ক্ল্যারি স্টারমার, শাবানা বানু কাউন্সিলার স্মলহীত, ফয়জুর রহমান চৌধুরী এম,বি, এ, বি,বি,সির প্রবীণ সাংবাদিক কাজী জাওয়াদ, প্রবীণ সাংবাদিক গোলাম মোস্তফাচৌধুরী যুবরাজ, কবির উদ্দিন, আরিফ চৌধুরী, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের মিডল্যান্ডের সভাপতি মোহাম্মদ মারুফ, চ্যানেল এস বার্মিংহামের প্রধান আতিকুর রহমান, সোহেল আহমদ চৌধুরী /পূর্বানাটের অন্যতম ডাইরেক্টর রাজিব জেবতিক হক, লিটন খাঁন, আলী হায়দর চৌধুরী সুইট প্রমুখ।
পরিশেষে কয়েক মাস পুর্বে কাউন্সিল কর্তৃক প্রদত্ত ও পুর্বানাটের তত্ত্বাবধানে অনুস্টিত ছেলে মেয়েদের বয়স বৃত্তিক বিভিন্ন গ্রুপের আর্ট ওয়ার্কের নানা ক্যাটাগরির “আর্টস এওয়ার্ড” প্রদানকরা হয়। অনুস্টানের শেষ পর্বে উপস্হিত মেহমানদের নানা মুখরোচক খাবার ও ডেজার্ট দিয়ে আপ্যায়ন করা হয়।