দেশ-বিদেশ নিউজ ডেস্ক : প্রবাসীদের স্বর্ণ-অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করতে ঢাকা বিমানবন্দর ঘিরে সক্রিয় রয়েছে ভয়ংকর ডাকাত দল। এদলে রয়েছে বিমানবন্দরের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী এবং অন্তত এক ডজন খানেক পুলিশ সদস্য। ইতিমধ্যে মোট ২৬ জনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
ঢাকা শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে এই সক্রিয় অপরাধি সদস্যদের টার্গেটই থাকে প্রবাসী। যারা রক্তঘাম ত্যাগ করে বৈদেশিক মুদ্রা জোগান দিয়ে দেশের অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ন অবদান। গেল ১১ ফ্রেব্রুয়ারি দুবাই থেকে দেশে ফিরলেন প্রবাসী জাকির হোসেন। তার বাড়ি মুন্সিগঞ্জ যাওয়ার সময় বিমানবন্দর সড়কে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে স্বর্ণ নগদ অর্থ লুট করে পোশাক পরিহিত কয়েকজন পুলিশ সদস্য।
এছাড়া অপর এক ভুক্তভোগী জানান, আমার সাথে এক বন্ধু ছিলো। আমরা দুইটা স্বর্ণের চেইন ও কয়েকটা জুয়েলারী আনি। সাথে একটা ল্যাপটপ ও দুইটা মোবাইল ছিলো। এরপরে আমরা একটা অটোরিকশা নিয়। সেটা রাত ১১ টা ৩২ মিনিটে। এয়ারপোর্টে পুলিশ বক্সের সামনে আগানোর পরে একটা মাইক্রোবাস আসে। সবুজ কালারের একটা লাইট মারে আমাদের অটোরিকশার দিকে। এরপরে আমাদের দাড় করিয়ে তল্লাশি করে। এরপরে আমাদের ব্যাগ নামিয়ে নিয়ে আসে। এরপরে আমাদের মারধর করে আমোদের জিনিসপত্র নিয়ে যায়। এবং যাওয়ার সময় আমাকে ৩০০ ফিট ফেলে রেখে যায়। আরেকজনকে একটু সামনে ফেলায়। অভিযোগ পেয়ে ৫ জনকে গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ।
এরমধ্যে ৪ জনই পুলিশ সদস্য। উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। প্রবাসীদের টর্গেট করে স্বর্ণ লুটসহ এমন অপরাধে জড়িত অন্তত ২৬ জনকে শনাক্ত করেছেন তদন্ত কর্মকর্তারা। এরমধ্যে এক ডজন পুলিশ সদস্য রয়েছে ও বিমানবন্দরের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী। এদের সাথে রয়েছে কিছু পেশাদার ডাকাত। এরমধ্যে ৪ ডাকাত নাম উল্লেখ করেছে তদন্ত কর্মকর্তারা। বিচিত্র দাস, প্রদিপ বালা, নিকুন মন্ডল ও মিঠুন বসু। তাদের প্রত্যেকের গ্রামের বাড়ী গোপালগঞ্জ। এদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে তদন্ত করলে আরও তথ্য উঠে আসবে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। তবে এদের মধ্যে তিনজনই ইতিমধ্যে পালিয়েছে ভারতে।
ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া বিভাগ) ফারুক হোসেন জানান, বিমানবন্দরের ভিতর থেকে যদি কোন তথ্য না দেয়া হয় তাহলে এ ধরনের ঘটনা ঘটার কথা না। কারন কার কাছে কি আছে সে সব তথ্য জেনেই অপরাধীরা প্রবাসীদের টার্গেট করছে। ভিতরের একটা চক্রের সাথে বাইরের চক্রের যোগসাজশে এই ঘটনাগুলো ঘটছে। তাদের সাথে যোগ দিয়েছে পুলিশ সদস্যও। তাদের ব্যাপারে বিস্তর তদন্ত হচ্ছে বলেও জানান তিনি।