1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
বার্মিংহামের জামে মসজিদ-ইসলামি সেন্টার, কমিউনিটির সেবায় ৪৮ বছর - DeshBideshNews
November 28, 2024, 9:36 pm
 

বার্মিংহামের জামে মসজিদ-ইসলামি সেন্টার, কমিউনিটির সেবায় ৪৮ বছর

  • Update Time : Tuesday, November 8, 2022
  • 81 Time View
বার্মিংহামের জামে মসজিদ-ইসলামি সেন্টার, কমিউনিটির সেবায় ৪৮ বছর

সোহেল আহমদ চৌধুরী, বার্মিংহাম প্রতিনিধি : আজ থেকে ৪৮ বছর আগে আমাদের পুর্বসুরি কিছু ধর্মপ্রাণ সিলেটের কৃতি সন্তান বাংলাদেশী মুসলিম কমিউনিটির কথা ভেবে যাত্রা শুরু করেছিলেন আজকের জামে মসজিদ। তাঁদের সাথে এসে যোগ হয়ে ছিলেন ফেনীর কৃতি সন্তান হযরত মাওলানা আব্দুর রহিম। এই দীর্ঘ ৪৮ বছরে অনেক পথ পাড়ি দিয়ে, অনেক বাধা অতিক্রম করে সেদিনের সেই মসজিদে হযরত মাওলানা আব্দুর রহিম তাঁর সুযোগ্য নেতৃত্বের বদৌলতে গড়ে তোলেন মিডল্যান্ডের মধ্যে একমাত্র বাংলাদেশীদের দ্বারা পরিচালিত সর্ববৃহৎ মসজিদ কমপ্লেক্স।

যার মধ্যে সহযোগি প্রতিষ্ঠান হিসাবে আছে জামিয়া দারুল উলুম স্কুল বার্মিংহাম, রাহিম একাডেমি, মহিলা হিফজ মাদ্রাসা, মুসলিম ফিউনারেল সার্ভিস, আল- মিরাজ ব্যাংকুইটিং হলসহ নানা প্রতিষ্ঠান। মরহুম প্রিন্সিপাল ড. হযরত মাওলানা আব্দুর রহিমের প্রতিষ্ঠিত এ সব প্রতিষ্ঠান থেকে প্রতিনিয়ত মুসলিম কমিউনিটির মানুষ জন নানা সেবা গ্রহন করতেছেন।

বার্মিংহামের জামে মসজিদ-ইসলামি সেন্টার, কমিউনিটির সেবায় ৪৮ বছর

৬ নভেম্বর রোজ রোববার কভেন্ট্রি রোডস্থ জামে মসজিদের হল রুমে সকাল থেকে দিন ব‍্যাপী বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের চেয়ারম্যান ব‍্যারিস্টার মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ ইসমাইল। সেন্টারের এসিস্ট‍্যান্ট সেক্রেটারি জেনারেল নাজমুল হোসাইনের সঞ্চালনায় জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের সার্বিক ব‍্যবস্থাপনা, চলমান সংস্কার কার্যক্রম, ভবিষ্যত পরিকল্পনা, আয় ব‍্যয়ের রিপোর্ট পেশ ও পর্যালোনা অনুষ্ঠিত হয়। এছাড়াও জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের সহযোগী প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই সাধারণ সভায় মসজিদের বিভিন্ন কমিটির সদস্য এবং সকল ট্রাষ্টিগণ উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ গ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে ব‍্যারিষ্টার মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ ইসমাইল সকল ট্রাষ্টিকে স্বাগত জানিয়ে বলেন, সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে JMIC সফলতার সাথে আরও একটি বছর পার করেছে। জামে মসজিদ সহ সকল সহযোগী প্রতিষ্ঠান সফলতার স্বাক্ষর রেখে এগিয়ে যাচ্ছে। আমরা শুধুমাত্র কমিউনিটির জন্য নয় বরং গোটা মুসলিম উম্মাহর খেদমতে কাজ করে চলেছি। আগামী দিনের পথ চলায় অতীতের মতো সবার সহযোগিতা কামনা করেন তিনি। ব‍্যারিস্টার ইসমাইল তারঁ বক্তব্যে এই জামে মসজিদে ইসলামিক সেন্টার ও জামিয়া দারুল উলুমের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা মরহুম প্রিন্সিপাল ডক্টর হযরত মাওলানা আব্দুর রহিমকে তাঁর সুযোগ্য নেতৃত্বের জন্য শ্রদ্ধার সহিত স্মরণ করেন।

বার্মিংহামের জামে মসজিদ-ইসলামি সেন্টার, কমিউনিটির সেবায় ৪৮ বছর

এসময় অন‍্যান‍্যের মধ‍্যে উপস্থিত ছিলেন জামে মসজিদ ও ইসলামিক সেন্টার ট্রাস্টি বোর্ডের সদস্য লেস্টার ইউনিভার্সিটির রেক্টর ডক্টর মানাজির আহসান এমবিই, ফয়জুর রহমান চৌধুরী এমবিই, ভাইস চেয়ারম্যান মাওলানা এটিএম মোকাররম হাসান, সেলিম খান,বাবুল মিয়া, তোফায়েল আহমদ, আতিকুর রহমান জিলু সহ অন্যান্য সকল ট্রাষ্টিগণ।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ