বার্মিংহাম থেকে কাজী শিপন : বাংলাদেশি ফ্রেন্ডস অফ বার্মিংহাম, কনজারভেটিভ সমর্থিত সংঘঠনের উদ্দ্যোগে বার্মিংহামের একটি রেষ্টুরেন্টে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি কাউন্সিলের কনজারভেটিভ পার্টির লীডার কাউন্সিলর রবার্ট আলডেন ও ডেপুটি লিডার কাউন্সিলর ইওয়ান ম্যাকি এর সাথে পরিচিতি সভা অনুষ্টিত হয়।
সংঘঠনের সভাপতি হাজী কবির উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জিয়া তালুকদারের পরিচালনায় সভায় সদ্য অনুষ্টিত হওয়া লোকাল কাউন্সিল ইলেকশনের প্রার্থীরা সহ মেম্বার ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই দুই কাউন্সিলরদের সভাপতি ও সেক্রেটারি নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সভায় অপজিশন লীডার আলডেন সদ্য নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের ও সমর্থক সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি বলেন- বাংলাদেশীরা ২০১৮ সালের ধারাবাহিকতায় এবারো নির্বাচনে অংশগ্রহণ করেন। তাদের অক্লান্ত পরিশ্রমে আজ কনজারভেটিভ পার্টি বাংলাদেশি কমিউনিটির মধ্যে এক অভুতপূর্ব আলোড়ন সৃষ্টি করেছে। দিন দিন পার্টির মেম্বার বাড়ছে। কয়েকমাসের মধ্যেই ২০২৬ সালের প্রার্থী বাচাই প্রক্রিয়া শুরু হবে বলে জানান।
ডেপুটি লিডার ইওয়ান বলেন- আমরা আগামী নির্বাচনের জন্য এখন থেকেই কাজ শুরু করব এবং ২০২৬ সালে বার্মিংহামে বাংলাদেশি কাউন্সিলর হবে এই প্রত্যাশা করি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সহ সভাপতি ওয়াসিমুজ্জামান, ট্রেজারার আব্দুল বারী আজাদ, প্রেস ও পাবলিসিটি সেক্রেটারি উবায়দুল কবির, স্মলহিল ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী একাউন্টেন্ট আবু নওশেদ, পার্টি মেম্বার মোসাদ্দেক আহমেদ শ্যামল, আবু হেনা কালাম, ইকবাল আহমেদ, মুজিব উদ্দিন সহ অনেকেই।
সংগটনের উদ্যোগে খুব শীঘ্রই বার্মিংহাম সিটি কাউন্সিলের কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচিত সকল কাউন্সিলরদের গ্রান্ড রিসিপশন দেয়ার ঘোষনা দেয়া হয়।