দেশ-বিদেশ নিউজ ডেস্ক : এ বছরের অক্টোবর বা ২০২৪ এর অক্টোবরে যারা ব্রিটেন থেকে ইউরোপ ভ্রমন করতে যাবেন তাদের একটি নতুন নিয়ম বা সিস্টেমের মুখোমুখি হতে হবে। যেটিকে বলা হচ্ছে দ্যা ইউরোপিয়ান ইউনিয়ন এন্ট্রি এবং এক্সিট। এই নিয়মে বলা হয়েছে যারা ভ্রমন করবেন তাদেরকে বর্ডার গুলোতে ফ্রিঙ্গার ফ্রিন্ট এবং ফেসিয়াল বায়োমেট্রিকের মুখোমুখি হতে হবে। এই নিয়মটির কারনে ব্রিটিসরা এবার হলিডেতে যাওয়া বন্ধ করে দিতে পারেন। খবরে বলা হয়েছে প্রায় তিন ভাগের ব্রিটিস নাগরিক এই সিসেন্টম সম্পের্কে অবগত নন।
এক জরিপে দেখা গেছে যে শতকরা ৬৩ ভাগ ব্রিটিস এই সম্পের্কে কিছুই জানেন না এবং এবং যে ডাটা গুলো তারা সংগ্রহ করবে চেহারা চিহ্নিত করে রাখবে এবং বায়োমেট্রিকের মাধ্যমে ডাটা গুলো প্রায় তিন বছর সংরক্ষন করে রাখা হবে। তাই এই সিস্টেমটি চাচ্ছেন না এবং এটি পছন্দ করছেন না অনেক ব্রিটিস নাগরিক । এছাড়াও খোপ#### ইন্সুরেন্স একটি জরিপ চালিয়েছেন সেখানে দেখা গেছে এই সিস্টেমের কারনে অনেকে ইউরোপে যাওয়া বন্ধ করে দিবেন। এছাড়াও বলা হয়েছে শতকরা ৪৬ ভাগ ব্রিটিস নাগরিক আইডিয়াটি পছন্দ করছেন না এবং ডাটা গুলো সংরক্ষন করা হবে সেটিও তারা মানতে পারছেন না।
এছাড়াও শতকরা ৩৮ ভাগ ব্রিটিস নাগরিক বলছে এই সিস্টেমের কারনে বর্ডার গুলোতে জটলা বেধে যেতে পারে এবং ইমিগ্রেশন পার হতে অনেক সময় পার হয়ে যেতে পারে। এছাড়াও যারা ফ্রান্সে ভ্রমন করবে তাদের জন্য ডোভার এবং লন্ডন সেন্ট প্যানক্রাস স্টেশন রয়েছে সেখানে তাদের এই সিস্টেমের মুখোমুখি হতে হবে।
এদিকে এই বিষয় গুলো নিয়ে অবগত রয়েছেন ব্রিটিশ হোম সেক্রেটারি জেমস কেলেবারলি এবং ফরেন সেক্রেটারি ডেবিট কেমেরুন তারা এই বিষয় গুলো নিয়ে অবগত থাকা সত্তেও ইউরোপিয়ান ইউনিয়ন যে নিয়মটি নিয়ে আসছে সেটি নিয়ে তারা কথা বলছেন এবং এটি কিভাবে সমাধান করা যায় সেটি নিয়েও আলোচনা চলছে।
তবে অক্টবর মাস থেকে এটি কার্যকর করা হবে এটি অনেকটিাই নিশ্চত। এবং ইউরোপের ২৫ টি দেশে যারা ভ্রমন করবেন তাদেরকে এই নিয়মটি মেনে চলতে হবে। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী
সুনাক এরই মধ্যে এই বিষয় নিয়ে কথা বলেছেন এবং কিভাবে এটিকে সহজ করা যায় যাতে ব্রিটেন থেকে যারা ইউরোপে এই সামার হলিডেতে যেতে চান তাদেরকে কিভাবে এটি সহজ করে নিয়ে আসা যায় সেটি নিয়েও আলোচনা চলছে।
এছাড়াও খবরে বলা হয়েছে ইউরোপের যে টার্নেল গুলো রয়েছে বিশেষ করে ডোভার এবং অন্যান্য টানেলগুলো রয়েছে সেগুলোতে যারা কার দিয়ে ভ্রমন করবেন এই চেকের কারনে বিশেষ করে ফ্রিংঙ্গার ফ্রিন্ট, চেহারা চিহ্নিতর কারনে প্রায় ৪৬ সেকেন্ড থেকে ৬ মিনিট পর্যন্ত সময় লাগবে বা কোনো কোনো ক্ষেত্রে ১০ মিনিটও সময় লেগে যেতে পারে। তাই এই নিয়মটির বিপক্ষে অনেক ব্রিটিস নাগরিক।