সোহেল আহমদ চৌধুরী, বার্মিংহাম প্রতিনিধি : লন্ডন বাংলা বইমেলা নামক সংগঠন কর্তৃক বিয়া লাউঞ্জে আয়োজিত বার্মিংহামের বাংলা বইমেলায় আজকে ঘটে গেল বার্মিংহামের সাংস্কৃতিক সামাজিক অঙ্গনে ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক ঘটনা। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদের উপস্থিতিতে বার্মিংহাম আওয়ামীলীগের বিবাদমান দুই গ্রুপের মধ্যে বার্মিংহাম আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল আহমদের নাম সহযোগি সঞ্চালক হিসাবে ঘোষনা করা মাত্র প্রতিপক্ষের নেতা কর্মীরা প্রচন্ড বিক্ষোভে ফেটে পড়ে।
সাথে সাথে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে পুরো অনুষ্ঠানস্থল। আওয়ামীলীগের বড় একটি অংশ কামাল বিরোধী স্লোগানে চিৎকার করতে থাকে। এরমধ্যে সে জামাতের দালাল , সে বি এন পির দালাল বলে প্রচন্ড উত্তেজিত হয়ে পরে আওয়ামীলীগ ও তাঁর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। কোন অবস্থায় সে সঞ্চালনায় আসতে পারবেনা বলে তীব্র বাঁধার মুখে বার্মিংহাম আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল আহমদ দ্রুত মঞ্চ ত্যাগ করেন।
হতবম্ব বাকরুদ্ধ হয়ে পরেন বার্মিংহামসহ বিভিন্ন এলাকা থেকে আসা বই প্রেমিক সাংস্কৃতিক মনা শান্তিপ্রিয় মানুষেরা। মেলায় আসা বেশীর ভাগ মানুষ নিজেদের নিরাপত্তার কথা ভেবে নিরবে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। অনভিপ্রেত অত্যন্ত লজ্জাজনক এই ঘটনা সামাল দিতে নিজে দ্রুত হস্তক্ষেপ করেন মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ, সহকারী হাইকমিশনার মোঃ আলীমুজ্জামান, আওয়ামীলীগ নেতা ড. মিসবাউর রহমান, বার্মিংহাম আওয়ামীলীগের সভাপতি কবির আহমদ, আওয়ামীলীগের সিনিয়ার নেতা এনামুল হক খান নেপা, শাহ রুকনুজ্জামানসহ অন্যান্যরা। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি তাৎক্ষনিক শান্ত হয়ে আসে।
উল্লেখ্য, লন্ডন বাংলা বইমেলা সংগঠনের সংশ্লিষ্ট কর্মকর্তার অদূরদর্শীতার কারণে বার্মিংহামের কবি, সাহিত্যিক, লেখক, সাংস্কৃতিক কর্মী, কমিউনিটির দক্ষ পরিচিত জনকে বাদ দিয়ে কমিউনিটির সাথে কম সম্পৃক্ততা অপরিপক্ষ পক্ষপাতদুষ্ট আচরণে এমন ঘটনার উদ্ভব। এসকল ব্যক্তি দিয়ে বই মেলার মত সংবেদনশীল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস নিজেরা নিজেদের ইচ্ছামত ও এক তরফা করতে যেয়ে নিজ সংগঠনের কর্মীদের দ্বারা আজকে ধাওয়া পাল্টা ধাওয়ায় বার্মিংহামের বাংলাদেশী কমিউনিটি অনেক বড় লজ্জার মুখোমুখি।
পরিশেষে লন্ডন বাংলা বই মেলার প্রধান সমন্বয়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে মকবুল চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের বার্মিংহামের সহকারী হাই কমিশনার মোঃ আলীমুজ্জামান, বই মেলার সমন্বয়ক কবি মাশুক ইবনে আনিস, ইউকে আওয়ামীলীগ নেতা ড. মিসবাউর রহমান, বার্মিংহাম আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আহমদ, মিডল্যান্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, বার্মিংহাম আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ রুকনুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানের শেষ অংশে লন্ডন থেকে আগত উদীচী শিল্পীগোষ্ঠেীর শিল্পীরা মনোমুগ্ধ কর সংগীত পরিবেশনের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।