মোহাম্মদ উল্লাহ সোহেল ইতালির বিশেষ প্রতিনিধি: ইতালির ভেনিসে বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে শরীয়তপুরবাসীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। ইফতারের সময় ইফতারে রয়েছে যেমন অসামান্য ফজিলত, তেমন ইফতারের সময় রোজাদারদের দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার পূর্ণ নিশ্চয়তা প্রদান করেছেন।
তাই রোজাদারদের জন্য পুরো রমজান মাস ধরে বিভিন্ন আবদার পাশ করিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ হলো ইফতারের সময়। ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে কোন কিছু চাইলে তিনি খালি হাতে ফেরত দেবেন না। এ কারণে রাসূল (সা.) রোজাদার ইফতারকারীর জন্য সাওয়াব কল্যাণ স্থির হওয়ার বিষয়ে আগম ঘোষণা দিয়েছেন। এবং রোজার শুকরিয়া স্বরূপ এভাবে দোয়া করতে বলেছেন।
তাই আয়োজকগণ আগত সকল ধর্ম প্রান মোসলমান কে ধন্যবাদ জানিয়েছেন এবং প্রতি বছর যেন এ আয়োজন করতে পারেন, সে জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
আয়োজককারীদের মধ্যে যারা উপস্থিত ছিলেন: বিল্লাল হোসেন ঢালী, আলাউদ্দিন ফকির, হাকিম সেখ, মিয়া মোসলেম, আবুল কাশেম সিকদার, কিশোর খন্দকার, আব্দুর রব ব্যাপারী, পরিচালনায় ছিলেন মো বাশার সরদার, জয়নাল শিকদার, সুমন চৌকিদার, সুমন বেপারি, ছরু মৃধা, মনির খান, নজরুল লাকুরিয়া, মফিজ মুন্না, সুমন বন্ধুকসি, মিয়া আরিফ, আব্দুল আলিম, ও আকবর খান প্রমুখ।