মোহাম্মাদ উল্লাহ সোহেল, স্পেশাল প্রতিনিধি (ইতালি) : ভেনিসে বসবাসরত ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে নিয়ে নবগঠিত ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতির আয়োজনে দোয়া ও দুপুরের খাবারের আয়োজন করা হয়। ভেনিসের মেস্রে র ঢাকা বিরিয়ানি হাউজে আয়োজিত সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ভেনিসে বসবাসরত বিভিন্ন শ্রেনী পেশার প্রায় ৪ শতাধিক প্রবাসী বাংলাদেশীরা এতে অংশগ্রহণ করেন। মারঘেরা জামে মসজিদের খতিব সৈয়দ জাকারিয়া আল হোসাইন এর কোরআন তেলওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর দোয়া করা হয় দেশ ও দেশের কল্যানে জন্য।
সে সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বেলাল হোসেন, উপদেষ্টা নেমাল চৌধুরী, সংগঠনের সভাপতি কুদ্দুস চৌধুরী, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত আলোচনা শেষে সন্ধ্যায় মেস্রের লা পাঁচে জামে মসজিদে দোয়া ও তোবারক বিতরন করা হয়।