1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
৩-২ গোলে ঘরের মাঠে পিএসজির হার, হতাশ কোচ - DeshBideshNews
November 26, 2024, 2:35 am
 

৩-২ গোলে ঘরের মাঠে পিএসজির হার, হতাশ কোচ

  • Update Time : Saturday, September 16, 2023
  • 86 Time View
৩-২ গোলে ঘরের মাঠে পিএসজির হার, হতাশ কোচ

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : মৌসুমের প্রথম হারের স্বাদ পেল পিএসজি। শুক্রবার রাতে ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল সত্ত্বেও নিসের কাছে ৩-২ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এমন হারের পর হতাশ দলটির কোচ লুইস এনরিকে। ম্যাচ শেষে লুইস এনরিকে বলেন, ‘পুরো ম্যাচেই গতিতে তারা আমাদের চেয়ে এগিয়ে ছিল। অবশ্যই এই পরাজয়ে আমি দারুণ হতাশ। আমাদের সবাইকে উন্নতি করতে হবে, এমনকি আমাকেও। কিন্তু দলের মানসিকতায় আমি খুশি। তাদের দুই গোলের মধ্যে দুটি ছিল ডিফ্লেকটেড।

নিস দারুণ ফুটবল খেলেছে। কিন্তু আমি এসব নিয়ে চিন্তিত নই। আমি দেখেছি সমর্থকরা আমাদের কিভাবে সমর্থন জুগিয়েছে, এমনকি আমরা যখন দুই গোলে পিছিয়ে ছিলাম তখনো তারা আমাদের পক্ষে চিৎকার করেছে। গত মৌসুমে হতাশাজনক ফলাফলে পর এবারের লিগে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নেমেছ ব্রিটিশ ধনকুবের জিম র‌্যাটক্লিফের দল নিস।

টেবিলের ৯ নম্বরে থেকে গত মৌসুম শেষ করেছিল নিস। কোচ ফ্রান্সেসকো ফারিওলি বলেন, ‘এখানে ফল পেতে হলে সব কিছুই শতভাগ নিখুঁত হতে হবে। আজ আমরা সেটাই করে দেখিয়েছি। যদিও পিএসজি তাদের মান অনুযায়ী খেলতে পারেনি। আর সেই সুযোগটাই আমরা নিয়েছিল।

কৌশলগত দিক ছাড়াও আমি আজ সকলের মধ্যে লড়াই করার মানসিকতা দেখেছি। লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মোনাকোকে টপকে যাওয়ার সুযোগ ছিল লুইস এনরিকের পিএসজির সামনে। কিন্তু পারলেন এমবাপ্পে-দেম্বেলেরা। হারের ফলে পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে পিএসজি। ১ পয়েন্ট এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নিস।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ