1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
২৬ তম এশিয়ান টেবিল চ্যাম্পিয়নশিপে যেমন খেললো বাংলাদেশ জুটি - DeshBideshNews
November 26, 2024, 4:40 am
 

২৬ তম এশিয়ান টেবিল চ্যাম্পিয়নশিপে যেমন খেললো বাংলাদেশ জুটি

  • Update Time : Wednesday, September 6, 2023
  • 76 Time View
২৬ তম এশিয়ান টেবিল চ্যাম্পিয়নশিপে যেমন খেললো বাংলাদেশ জুটি

২৬ তম এশিয়ান টেবিল চ্যাম্পিয়নশিপে যেমন খেললো বাংলাদেশ জুটি

মো: তালহা, ক্রীড়া সম্পাদক : ২৬ তম এশিয়ান টেবিল চ্যাম্পিয়নশিপে পিয়ংচ্যাং কোরিয়াতে, গতকালকে মিক্সড ডাবলসে পাকিস্তানকে হারিয়ে সেরা ১৬ তে ঢোকার পর আজ ৬ই সেপ্টেম্বর  হৃদয় ও খই খই জুটি ০-৩ সেটে শিরোপা প্রত্যাশী শক্তিশালী দক্ষিণ কোরিয়া জুটির সঙ্গে হেরে যান।

মেয়েদের এককে সাদিয়া রহমান মৌ ০-৩ (১-১১, ৪-১১ ও ২-১১) হেরে যান থাইল্যান্ডের সোয়েত্তাবুতের কাছে, রহিমা আক্তার ০-৩ (৫-১১, ৫-১১ ও ৪-১১) হেরে যান ভারতের সুতীর্থা মুখার্জির কাছে । মেয়েদের এককে অসাধারণ খেলেন, বাংলাদেশের যুব গেমস চ্যাম্পিয়ন খই খই সাই মারমা। শক্তিশালী সিঙ্গাপুরের খেলোয়াড় গোই‌ রুই এর বিরুদ্ধে প্রথম দুইগেমে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন। প্রথম গেমে ৮-১১ এবং দ্বিতীয় গেমে ডিউস করে ১১-১৩ হেরে যান। শেষ গেমে আর পেরে ওঠেন নাই, ৩-১১তে হারেন। বলা চলে আন্তর্জাতিক অভিজ্ঞতার কারণে, প্রথম দুইটি গেমে এগিয়ে থেকেও হেরে যান।

দিনের ভালো খবরটি আসে পুরুষ দ্বৈতে। বাংলাদেশের মুহতাসিন আহমেদ হৃদয় ও রামহিম লিয়ন বম জুটি ৩-০ সেটে (১১-৮, ১১-৭ ও ১১-৮) হারিয়ে দেন লাওসের মানিচ্যান ও ভংসা জুটিকে। এই জয়ের তারা ঢুকে পড়ল ৩২ এর মধ্যে। আগামীকালকে রয়েছে ছেলে এবং মেয়েদের একক ও দ্বৈতের খেলা।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ