দেশ-বিদেশ নিউজ ডেস্ক : লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর শাসনামল এখন প্রায় শেষ। অনেকেই ভেবেছিলেন, এই দুইজন অবসর নিলেই ফুটবল সাম্রাজ্যে নেমে আসবে শূন্যতা। কিন্তু কাতার বিশ্বকাপ জানিয়ে দিল, ফুটবল সাম্রাজ্যের নতুন অধিপতি আসছেন। তিনি হলেন কিলিয়ান এমবাপ্পে।
২০২২ বিশ্বকাপের ফাইনালে সদ্য রানার্সআপ হওয়া ফ্রান্সের সুপারস্টার। লুসাইল স্টেডিয়ামে আজ ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা জিতে নিয়েছে আর্জেন্টিনা। ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে বিশ্বকাপ তুলে ধরেছেন লিওনেল মেসি। এই ম্যাচ টাইব্রেকারে গড়ানোর পেছনের কারিগর হলেন এমবাপ্পে। ফাইনালে দুইবার এগিয়ে গেছে আর্জেন্টিনা, আর ২৩ বছর বয়সী এই তারকা দুই বারই ম্যাচে ফিরিয়েছেন সমতা।
২-০ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা যখন বিজয়ের দ্বারপ্রান্তে, তখনই পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে। এক মিনিট পর এমবাপ্পের আরও একটি গোলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। মেসির গোলে সেই অতিরিক্ত সময়েও এগিয়ে যায় আর্জন্টিনা। ফের পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান এমবাপ্পে। গড়েন দারুণ ইতিহাস।
ইংল্যান্ডের জিওফ হার্স্টের ৫৬ বছর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে ফুটবল বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন এমবাপ্পে। পেনাল্টি শ্যুটআউটেও তিনি একটা গোল করেছিলেন। কিন্তু তারপরও ৪-২ গোলে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা। এমবাপ্পের হাতে ওঠে গোল্ডেন বুট। এমন পরাজয়ে এমবাপ্পে ভেঙে পড়েছেন। পুরস্কার নিতে গিয়ে তার পা দুটি যেন চলছিল না। এমবাপ্পের যন্ত্রণাক্লিষ্ট মুখচ্ছবিতেই যেন ফুটে উঠল, ভবিষ্যত ফুটবলের নতুন অধিপতি আসছে।