দেশ-বিদেশ নিউজ ডেস্ক : এশিয়ান ইনডোর চ্যাম্পিয়ানশীফে বাংলাদেশের হয়ে ইতিহাস গড়ে প্রথম স্বর্ণজয়ী ব্রিটিশ বাংলাদেশী অ্যাথলেটস ইমরানুর রহমানকে সম্মননা প্রদান করেছে বার্মিংহাম বাংলাদেশ সহকারী হাইকমিশন।
সম্মননা প্রদান অনুষ্ঠানে বার্মিংহাম বাংলাদেশ সহকারী হাই-কমিশনার মোহাম্মদ আলিমুজ্জামান বলেন, ইমরানুর আমাদের গর্ব, পুরো বাংলাদেশকে সে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সে ভবিষ্যতে দেশের জন্য আরও বড় বড় সাফল্য নিয়ে আসবে।
এসময় ইমরানুর রহমান বলেন, এ সম্মননা আমার সামনে পথ চলতে আরো সহযোগীতা করবে। আগামীতে আমি বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশীফেও বাজিমাত করতে চাই। ইমরানুরের এ সাফল্যে গর্বিত তার সহধর্মীনি হাফসা রহমানও।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর স্বর্ণালী ছন্দ, প্রথম সচিব নাজমুস সাকিব, ইমরানুর রহমানের ব্যাক্তিগত পরামর্শক ও মামা বদরুল আলম, সাংবাদিক সাইদুর রহমান সোহেল, ইকবাল আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণজয়ী অ্যাথলেট ইমরানুর রহমানকে এর আগে ১১ লাখ টাকার সম্মাননা পুরস্কার দিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গত ২৬ ফেব্রুয়ারি ইমরানুরকে এই সম্মাননা দেওয়া হয়।