1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
স্বপ্নের প্রতিযোগিতায় আবারও ট্রফি জয়ের লক্ষ্য এমবাপ্পের - DeshBideshNews
November 24, 2024, 11:10 pm
 

স্বপ্নের প্রতিযোগিতায় আবারও ট্রফি জয়ের লক্ষ্য এমবাপ্পের

  • Update Time : Monday, December 5, 2022
  • 86 Time View
স্বপ্নের প্রতিযোগিতায় আবারও ট্রফি জয়ের লক্ষ্য এমবাপ্পের

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : রাশিয়ায় ২০১৮ সালের বিশ্বকাপ জয়ে অবদান রাখা কিলিয়ান এমবাপ্পে কাতারেও দুর্দান্ত ফর্মে। শেষ ষোলোতে পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে সর্বোচ্চ গোলদাতার আসন একার করে নিয়েছেন ফ্রান্সের ফরোয়ার্ড। স্বপ্নের প্রতিযোগিতায় আবার ট্রফি জয়ে চোখ তার। ফ্রান্স ৩-১ গোলে জিতে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। এই জয়ে প্রথম গোল করে অলিভিয়ের জিরুদ থিয়েরি অঁরিকে টপকে ফ্রান্সের সর্বকালের শীর্ষ গোলদাতার আসনে বসেছেন। এরপর এমবাপ্পে জোড়া গোল করে চলতি বিশ্বকাপে পাঁচ গোলের দেখা পেলেন।

এমবাপ্পে দুই বিশ্বকাপে গোলসংখ্যা নিয়ে গেছেন ৯-এ। নকআউট পর্বেই করলেন পাঁচগোল। ২৪ বছর পূর্ণ হওয়ার আগেই নকআউটে সবচেয়ে বেশি গোল করার তালিকায় তার উপরে কেবল পেলে (৬)। ম্যাচ শেষে এমবাপ্পে জানালেন, এই টুর্নামেন্টে তিনি প্রতিটি মিনিট উপভোগ করছেন। তিনি বলেন, ‘আমার স্বপ্নের প্রতিযোগিতা এটা। এখানে খেলতে পেরে আমি আনন্দিত। তৈরি থাকতে পুরো মৌসুম ধরে আমি প্রস্তুতি নিয়েছি।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে জালের দেখা পান এমবাপ্পে। ডেনমার্কের বিপক্ষে করেন জোড়া গোল। দারুণ পারফরম্যান্সের পর তার অভিমত জানা যায়নি। কারণ সংবাদ সম্মেলনে যাননি তিনি। এনিয়ে এমবাপ্পে বলেন, ‘এই প্রতিযোগিতার শুরুর দিকে আমি গণমাধ্যমে কথা বলিনি, কারণ আমি শুধু টুর্নামেন্ট ও আমার ফুটবলে মনোনিবেশ করতে চেয়েছিলাম। যখন আমি কোথাও মনোনিবেশ করি, তখন এমনটাই করি। কিন্তু যখন বলা হলো ফরাসি ফুটবল ফেডারেশনকে জরিমানা করা হবে, আমি নিজেই দিয়েছি সেটা, কারণ এটা আমার দায়িত্ব ছিল।’

আবারও বিশ্বকাপ জয়ের লক্ষ্য এমবাপ্পের, ‘আমি এখানে এসেছি এবং আবারও বিশ্বকাপ জয়ে মনোনিবেশ করছি আমরা। আমাদের উদ্দেশ্য বিশ্বকাপ জেতা থেকে যদিও এখনও অনেক দূরে। প্রথম চ্যালেঞ্জ হলো কোয়ার্টার ফাইনাল এবং সেদিকেই এখন আমাদের পুরো মনোযোগ।’

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ