দেশ-বিদেশ নিউজ ডেস্ক: এক ম্যাচে ভালো করলে, পরের ম্যাচে থাকে না সেই ধারাবাহিকতা। ব্যাটিংয়ে হোক বা বোলিংয়ে ২২ গজে লড়াইয়ের তেজটা ঠিকঠাক খুঁজে পাওয়া যায় না। অল্পতে সন্তুষ্ট হয়ে যাওয়ার প্রবণতা পাওয়া যেত।
সেই খোলস ছেড়ে বেরিয়ে আসার পথে হাঁটা শুরু করলো বাংলাদেশের নারী দল। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দাপুটে জয় তুলে নিয়েছিল। দ্বিতীয় ওয়ানডেতেও তাদেরকে দাঁড়াতে দিলো না স্বাগতিকরা। তাতে সিরিজ জয়ের সঙ্গে মিলেছে স্বস্তিও।
৫ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে বাংলাদেশ।
মিরপুর শের-ই-বাংলায় দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড ৬ উইকেটে ১৯৩ রান করে। জবাব দিতে নেমে ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩৭ বল আগে লক্ষ্যে পৌঁছে যায় নিগার সুলতানারা দল।
এই জয়ে আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপে আরও ২ পয়েন্ট নিশ্চিত করলো বাংলাদেশ। ২০ ম্যাচে ৬ জয়ে বাংলাদেশের পয়েন্ট ১৭। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে সেরা ছয়ে থাকতে হবে বাংলাদেশকে। পাকিস্তানকে টপকে বাংলাদেশ এখন সাত নম্বরে।