1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক - DeshBideshNews
November 24, 2024, 10:59 pm
 

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক

  • Update Time : Tuesday, March 19, 2024
  • 111 Time View
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। গতকাল চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আঙুলে চোট পান তিনি। এই চোটে টেস্ট সিরিজে অনিশ্চিত তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, স্ক্যানে চিড় ধরা পড়েছে।

সেরে উঠতে অন্তত চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগবে। এ জন্য শ্রীলঙ্কা বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন না মুশফিক। তাঁর পরিবর্তে কাকে দলে নেওয়া হবে সেটি এখনো চূড়ান্ত করতে পারেননি নির্বাচকরা। গতকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা অলিখিত ফাইনালে লঙ্কান ইনিংসের দ্বিতীয় ওভারে চোট পান মুশফিক।

তাসকিন আহমেদের করা দ্বিতীয় বল তালুবন্দি করতে গেলে সেটি আঘাত করে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে। ধারাভাষ্যকার বলেন, ‘দেখে মনে হচ্ছে ব্যথা গুরুতর।’ এ সময় ফিজিওর তত্ত্বাবধানে মাঠে সেবা-শুশ্রূষাও করা হয় তাঁর। সেই চোট নিয়ে পরে কিপিং এবং ব্যাট করে দলের জয়ে ভূমিকা রাখেন মুশফিক।

ম্যাচ শেষে করা পরীক্ষায় জানা যায়, আপাতত খেলা চালিয়ে যেতে পারবেন না তিনি। মুশফিকের বিকল্প হিসেবে কাকে দলে নেওয়া হবে সেটি জানাতে পারেননি নির্বাচকরা। আগামীকাল এ নিয়ে একটি বৈঠক করবেন তাঁরা।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ