1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
শেষ বলে দুর্দান্ত সেঞ্চুরি মিরাজের - DeshBideshNews
November 24, 2024, 11:57 pm
 

শেষ বলে দুর্দান্ত সেঞ্চুরি মিরাজের

  • Update Time : Wednesday, December 7, 2022
  • 91 Time View
শেষ বলে দুর্দান্ত সেঞ্চুরি মিরাজের

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : শেষ বলে সেঞ্চুরি মিরাজের, ভারতের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে আবারও ব্যাটিং মুগ্ধতা ছড়িয়েছেন মিরাজ। প্রায় ডুবে যাওয়া দলের ৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি তুলে নেন মিরাজ। ইনিংসের শেষ বলে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করেন তিনি। এতেই চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে টাইগাররা।

ভারতের সামনে ২৭২ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিল বাংলাদেশ। মিরাজকে যোগ্য সঙ্গ দিয়েছেন দলের সাইলেন্ট কিলার। ৪৭তম ওভারে উমরান মালিকের বলে সাজঘরে ফেরার আগে ৯৬ বলে ৭৭ রান করেন মাহমুদ উল্লাহ রিয়াদ। মিরাজ-মাহমুদউল্লাহ জুটি যোগ করে ১৪৮ রান। দলীয় ২১৭ রাসে মাহমুদল্লাহর আউটের পর ছোট কিন্তু ঝোড়ো ইনিংস খেলেন নাসুম আহমেদ। ১১ বলে ১৮ রানের এক দারুণ ইনিংস খেলেন নাসুম। এতেই লড়াকু স্কোর হয় টাইগারদের।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে মাত্র ৬৯ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। বিপর্যয়ের শুরুটা হয় এনামুল হক বিজয়ের আউটের মাধ্যমে। দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ৯ বলে ১১ রান করা বিজয়। লিটনের ব্যাটও আজ হাসেনি। ২৩ বলে মাত্র ৭ রান করে ফেরেন ভারপ্রাপ্ত অধিনায়ক। তিনে নামা নাজমুল হোসেন শান্ত আউট হন ২১ রানে। এরপর সাকিব আল হাসান ৮ ও মুশফিকুর রহিম ১২ রানে আউট হন। রানের খাতা খুলতে পারেননি আফিফ হোসেন। ভারতের পক্ষে ওয়াশিংটন সুন্দর তিনটি ও মোহাম্মদ সিরাজ দুটি উইকেট শিকার করেছেন। এ ছাড়া দুই উইকেট নেন উমরান মালিক।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ