দেশ-বিদেশ নিউজ ডেস্ক : তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। ব্যাট হাতে অবশ্য শুরুটা ভালো হয়নি টাইগারদের। দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরে গেছেন ওপেনার এনামুল হক বিজয়।
৯ বলে ১১ রান করে মোহাম্মদ সিরাজের শিকার হয়েছেন তিনি। ১১ রানে ১ উইকেট হারানোর পর উইকেটে এসেছেন নাজমুল হোসেন শান্ত। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৫ ওভারে ১ উইকেটে ২৩ রান। লিটন দাস ও শান্ত দুজনই ৬ রানে ব্যাট করছেন। আজ একাদশে একটি পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। পেসার হাসান মাহমুদের জায়গায় একাদশে ঢুকেছেন স্পিনার নাসুম আহমেদ।
মিরাজের বীরত্বে প্রথম ওয়ানডেতে নাটকীয় জয় পায় বাংলাদেশ। ১৩৬ রানে ৯ উইকেট হারিয়েও মিরাজের ব্যাটে বাংলাদেশ তাড়া করে ১৮৭ রানের লক্ষ্য। তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন মুস্তাফিজুর রহমান। মিরপুরে প্রথম দুই ওয়ানডে খেলার পর তৃতীয় ম্যাচটি খেলতে চট্টগ্রাম যাবে দুই দল। সেখানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি।