1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে ৩৬ বলে সেঞ্চুরি করা অ্যান্ডারসন - DeshBideshNews
November 24, 2024, 7:18 pm
 

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে ৩৬ বলে সেঞ্চুরি করা অ্যান্ডারসন

  • Update Time : Saturday, May 4, 2024
  • 79 Time View
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে ৩৬ বলে সেঞ্চুরি করা অ্যান্ডারসন
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে ৩৬ বলে সেঞ্চুরি করা অ্যান্ডারসন

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: ঘরের মাঠে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সেখানে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। তবে ১৫ সদস্যের বিশ্বকাপ দলে এমনকি রিজার্ভ হিসেবেও জায়গা হয়নি লিয়াম প্লাঙ্কেট আর উন্মুক্ত চাঁদের। নিউজিল্যান্ডের জাতীয় দল থেকে অবসর নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো অ্যান্ডারসন কিছুদিন আগে কানাডার বিপক্ষে নিজের প্রত্যাবর্তন ম্যাচ খেলেন।

যেখানে প্রথম ম্যাচে ২৮ ও আরেক ম্যাচ ৫৫ রানের ইনিংস খেলেন। এমন পারফরম্যান্সে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে অ্যান্ডারসনের থাকাটা নিশ্চিত ছিল। তবে প্লাঙ্কেটের সুযোগ হলো না। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের শিরোপাজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন এই পেসার।

এরপর ইংল্যান্ড দলে জায়গা মেলেনি তার। যার ফলে অনেকটা অভিমান নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। জাতীয় দলের হয়ে খেলার জন্য উপযুক্তও হন, কিন্তু যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে নেই তার নাম। এমনকি সুযোগ পাননি ভারত ক্রিকেট থেকে অবসর নিয়ে যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে চাওয়া চাঁদের।

এদিকে স্কোয়াডে ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটার শায়ান জাহাঙ্গীর। তাকে জায়গা দিতে বাদ পড়তে হয়েছে মিডল অর্ডার ব্যাটার গাজানান্দ সিংকে। আরেক ক্রিকেটার উসমান রফিকের জায়গায় সুযোগ পেয়েছেন আলী খান। রিজার্ভ ক্রিকেটার হিসেবে থাকছেন গাজানান্দ, জুনোয় ড্রাইড্যাল এবং ইয়াসির মোহাম্মদ।

যুক্তরাষ্ট্রের স্কোয়াড : মোনাক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোনস, আন্দ্রিস গুজ, স্টিভেন টেলর, কোরি অ্যান্ডারসন, সৌরভ নেত্রাভালকার, জেসি সিং, হারপ্রীত সিং, নশটুশ কেনজিগে, শ্যাডলি ভ্যান স্কলওয়াক, নীতিশ কুমার, আন্দ্রিস গুজ, শায়ান জাহাঙ্গীর, আলী খান, নিসর্গ প্যাটেল, মিলিন্দ কুমার।

রিজার্ভ ক্রিকেটার : গাজানান্দ সিং, জুনোয় ড্রাইড্যাল এবং ইয়াসির মোহাম্মদ।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ