দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ফরাসি ক্লাব পিএসজিতে সময়টা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। মাঠে সতীর্থদের কাছ থেকে তেমন সহযোগিতা না পাওয়ায় গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে জ্বলে উঠতে পারছেন না সাতবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা। প্রতিনিয়ত শুনতে হচ্ছে পিএসজির সমর্থকদের দুয়োও। তাই চলতি মৌসুম শেষেই পিএসজির ছাড়তে পারেন মেসি―এমন গুঞ্জনই রয়েছে।
পিএসজির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। এরপরই ফ্রি এজেন্ট হয়ে যাবেন। বার্সেলোনা চেষ্টা করছে ঘরের ছেলেকে ফিরিয়ে নিতে। সৌদি আরবের আল হিলালের আগ্রহী হয়ে ওঠার খবর কয়েক দিন আগেও স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেটি এখন আর গুঞ্জন নয়। ইতালিয়ান সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো বুধবার টুইটে জানিয়েছেন, আর্জেন্টাইন অধিনায়ককে পেতে ৪০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে আল হিলাল। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে চার হাজার কোটি টাকারও বেশি।
এদিকে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিও আগ্রহী মেসির প্রতি। মেসিকে পেতে বেতনের সাথে ক্লাবের মালিকানা দিয়ে দিতে চায় ক্লাবটি। ব্রিটিশ সংবাদমাধ্যমে বলা হচ্ছে, মিয়ামির সহযোগী মালিক সাবেক ইংলিশ তারকা ফুটবলার ডেভিড বেকহাম আগামী মৌসুমে মেসিকে দলে টানতে এমন প্রস্তাব নিয়ে হাজির হবেন। তবে বেকহামদের প্রচেষ্টা সফল হয় কি না, সেটা সময়ই বলে দেবে।