দেশ-বিদেশ নিউজ ডেস্ক : লিওনেল মেসিকে বিশ্বকাপ শিরোপা জেতাতে জীবন বাজি রেখেছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কাতার বিশ্বকাপে নিজেকে উজাড় করে দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছেন এই গোলরক্ষক। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার মধ্যমণি মেসি হলেও নায়ক ছিলেন মার্তিনেজও। সেই মার্টিনেজ এবার মেসিকে নিজের ক্লাব অ্যাস্টন ভিলায় আনতে চাচ্ছেন।
প্রয়োজনে নিজের বেতন কমিয়ে দেবেন তিনি। ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে মেসির সম্পর্ক প্রায় তলানিতে। মৌসুম শেষে পিএসজি ছাড়বেন মেসি, এমনটি প্রায় নিশ্চিতই। এরপর মেসিকে অ্যাস্টন ভিলায় আনার চেষ্টা করবেন বলে জানিয়েছেন মার্টিনেজ।
তিনি বলেন, ‘যদি পিএসজি সমর্থকরা লিওকে শিস দেয়, বিদ্রুপ করে তাহলে ওকে আমি অ্যাস্টন ভিলায় নিয়ে আসব। আমি ওর পছন্দের খাবার রান্না করব। সমর্থকদের বলব, লিওর জন্য ছোট ছোট পতাকা তৈরি করে ওকে সমর্থন করতে। প্রয়োজন হলে নিজের বেতনও কমিয়ে দেব। কাতার বিশ্বকাপে ‘গোল্ডেন গ্লাভ’ বিজয়ী মার্টিনেজ আরো বলেন, ‘বিশ্বকাপে মেসির কাছে আমার সব থেকে বড় শিক্ষা হলো কঠিন পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখা। বিশ্বকাপে এমনিতেই প্রচণ্ড চাপ থাকে। সেই পরিস্থিতিতে আরো বেশি চাপ নিলে সমস্যা হয়। কিন্তু এবার আমি স্নায়ুর চাপ ধরে রাখতে পেরেছিলাম বলেই সাফল্য পেয়েছি।’
সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসিকে পেতে দৌড়ঝাঁপ শুরু করেছে কয়েকটি ক্লাব। তালিকায় সৌদি আরবের ক্লাব আল-হিলাল থেকে শুরু করে মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামি রয়েছে। মেসিকে ফের দলে চেষ্টা করছে বার্সেলোনাও। আগামী মৌসুমে মেসি কোন ক্লাবে খেলবে, সেটা সময়ই বলে দেবে।