দেশ-বিদেশ নিউজ ডেস্ক : মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মালদ্বীপের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে সাফে টিকে থাকার এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। এমন বাঁচা-মরার ম্যাচে মধ্যমাঠের দখল নিতে চায় বাংলাদেশ। তাই আজ চার মিডফিল্ডার নিয়ে একাদশ সাজানোর পরিকল্পনা করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। লেবাননের কাছে ২-০ গোলে হারের পর মালদ্বীপ ম্যাচ হয়ে দাঁড়িয়েছে অলিখিত ‘ফাইনাল’। সেই ম্যাচ জিতে টুর্নামেন্টে টিকে থাকতে চায় বাংলাদেশ। কিন্তু মালদ্বীপের বিপক্ষে জেতা যে সহজ নয়; এমনটাই বলছে অতীত পরিসংখ্যান। ২০০৩ সালের সাফের পর থেকে তিনবারের দেখায় একবারও জিততে পারেনি বাংলাদেশ।
আর সব প্রতিযোগিতা মিলিয়ে গত ২০ বছরে মালদ্বীপকে মাত্র একবার হারাতে পেরেছে লাল-সবুজের দল। সেই মালদ্বীপকে আজ হারাতে হলে সেরা ফুটবলটাই খেলতে হবে জামাল-সোহেল রানাদের। মালদ্বীপের আক্রমণভাগ যতটা শক্তিশালী রক্ষণ ততটা নয়। তাই মধ্যমাঠের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণে যাওয়ার পরিকল্পনা বাংলাদেশের। মিডফিল্ডার সোহেল রানা জুনিয়র যেমন বলছিলেন, ‘আমরা চারজন মিডফিল্ডার নিয়ে মালদ্বীপের বিপক্ষে খেলব। জামাল, সোহেল, আমি এবং হৃদয় আছি, আমরা চারজনই বল প্লেয়ার। এ হিসাবে আমরা মাঝমাঠের নিয়ন্ত্রণ নিতে পারব।’আজ জিতলে সেমির স্বপ্ন টিকে থাকবে। আর হারলে বিদায় নিশ্চিত হয়ে যাবে।
তাই ‘ফাইনাল’ জিততে মরিয়া হয়ে আছে বাংলাদেশ- এমনটাই বলছেন সোহেল রানা, ‘আজকে আমরাও বলেছি, কোচও বলেছেন মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য ফাইনাল। মালদ্বীপের বিপক্ষে অনেক দিন জিতিনি আমরা, যদিও সে সময় আমি দলে ছিলাম না। এখন আছি। এখন দলের ভারসাম্য দেখে মনে হচ্ছে আমরা ভালো করব।’