দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ব্যাটিংয়ে শুরুটা ভালো না হলেও একপর্যায়ে মনে হচ্ছিল ৩০০ পেরিয়ে যাবে আফগানিস্তানের সংগ্রহ। কিন্তু মিডল অর্ডারে হাশমত উল্লাহ শাহীদি ও আজমত উল্লাহ ওমারজাইয়ের উইকেট হারানোর পর রানের চাকা সেভাবে সচল রাখতে পারেননি আফগানদের বাকিরা ব্যাটাররা। শেষ পর্যন্ত ভারতকে ২৭৩ রানের লক্ষ্য দিয়েছেন রশিদ খানরা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬৩ রানের মধ্যে ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহর উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানরা।
তবে চতুর্থ উইকেট জুটিতে সেই চাপ সামাল দেন হাশমত উল্লাহ শাহীদি ও আজমত উল্লাহ ওমারজাই। দুজনে গড়েন ১২১ রানের জুটি। ৬৯ বলে ৬২ রান করে হার্দিক পান্ডিয়ার বলে আউট হয়ে ফেরেন ওমারজাই। এরপর রানের চাকা সচল রাখার চেষ্টা করেন অধিনায়ক শাহীদি।
কিন্তু সেঞ্চুরির আশা জাগিয়েও তা পূরণ করতে পারেননি। কুলদিপ যাদবের বলে আউট হওয়ার আগে আট চার ও একটি ছক্কায় ৮৮ বলে ৮০ রান করেন তিনি। মোহাম্মদ নবীও ইনিংস বড় করতে পারেননি। ২৭ বলে ১৯ রানে ফেরেন তিনি।
শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ২৭২। ১০ ওভার বল করে ৩৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ। হার্দিক পান্ডিয়ার শিকার ২টি। একটি করে নিয়েছেন শার্দুল ঠাকুর ও কুলদিপ যাদব। এ ম্যাচে কোনো উইকেট পাননি রবীন্দ্র জাদেজা।