1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ব্রাজিলে যাচ্ছেন না আনচেলত্তি - DeshBideshNews
November 25, 2024, 8:00 am
 

ব্রাজিলে যাচ্ছেন না আনচেলত্তি

  • Update Time : Saturday, December 30, 2023
  • 97 Time View
ব্রাজিলে যাচ্ছেন না আনচেলত্তি

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ২০২২ সালে কাতার বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর চাকরি হারান তিতে। এরপর থেকেই স্থায়ী কোচ নিয়োগ দেয়নি ব্রাজিল। অপেক্ষাটা যে আনচেলত্তির জন্য ছিলো তা ব্রাজিল ফুটবল কনফেডারেশনের ওই সময়ের সভাপতি এদনালদো রদ্রিগেস স্পষ্ট করে বলেছেনও একাধিকবার।

আনচেলত্তিকে পাওয়ার আশায় ফ্লুমিনেন্স কোচ ফার্নান্দো দিনিজকে দিয়ে অন্তর্বর্তী কাজ চালানো চলছিলো। ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। এমন সব গুজবে পানি ঢেলে দিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গেই চুক্তি নবায়ন করলেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।

শুক্রবার (২৯ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে লস ব্ল্যাঙ্কোসদের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন তিনি। অর্থাৎ আরও দুই মৌসুম মাদ্রিদেই থাকছেন এই বর্ষীয়ান কোচ। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

চুক্তির মেয়াদ পূর্ণ করলে সবমিলিয়ে এস্তাদিয়ো সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের দ্বিতীয় মেয়াদে পাঁচ বছর কাটাবেন আনচেলত্তি। এর আগে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত রিয়ালে নিজের প্রথম মেয়াদ কাটিয়েছেন তিনি।
শীতকালীন ছুটিতে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা সবাই ছুটি কাটাচ্ছেন। এর আগেই চুক্তি নবায়ন নিয়ে ক্লাবের সঙ্গে আলোচনায় বসেছিলেন আনচেলত্তি। প্রাথমিক আলোচনা শেষে মৌখিকভাবে সম্মতি জানিয়েছিলেন তিনি। পরে যা নিশ্চিত করেছে রিয়াল।

আনচেলত্তিকে পেতে মরিয়া চেষ্টা চালিয়েছিল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনো (সিবিএফ)। তবে গ্রীষ্মেই সিবিএফ ঘোষণা করে বসে, ২০২৪ কোপা আমেরিকায় ব্রাজিলের ডাগআউটে দেখা যাবে আনচেলত্তিকে। পরে রিয়াল যখন তার কাছে এর সত্যতা জানতে চায়, তখন তিনি জানিয়েছে দেন সিবিএফের দাবি সত্য নয়।

গত মৌসুম ভালো না কাটলেও আনচেলত্তির অধীনে অসংখ্য সাফল্য পেয়েছে রিয়াল। দুই মেয়াদে তার কোচিংয়ে ২৪০টি ম্যাচ খেলেছে রিয়াল। সংখ্যার দিক থেকে তার সামনে আছেন কেবল ক্লাবের আরেক কিংবদন্তি কোচ মিগুয়েল মুনোজ। টানা ১৪ মৌসুম দায়িত্ব সামলেছেন তিনি। তার অধীনে রিয়াল খেলেছে ৫৯৫ ম্যাচ। আনচেলত্তি রিয়ালকে দুইবার চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন। আর একবার জেতাতে পারলেই তিনি ছুঁয়ে ফেলবেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের কীর্তি। এছাড়া আর একবার করে কোপা দেল রে, সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ জিতলে ছাড়িয়ে যাবেন বাকিদেরও।

আনচেলত্তির চুক্তি নবায়নের আনুষ্ঠানিক ঘোষণার পর, জানুয়ারিতে অনুশীলনে ফিরবে রিয়াল। এরপর স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে তারা।

এ মৌসুমে এখন পর্যন্ত লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রিয়াল। চ্যাম্পিয়নস লিগেও গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে সুবিধাজনক স্থানে আছে রিয়াল।

 

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ