দেশ-বিদেশ নিউজ ডেস্ক : বিশ্বকাপে ফ্রান্স দলের সঙ্গে না থাকতে পারায় হতাশা আছে করিম বেনজিমার। ক্ষোভে অবসর নিয়েছেন জাতীয় দল থেকেও। সেই ব্যালন ডি’অর জয়ী বেনজিমা গতরাতে মাঠে নামলেন, জোড়া গোল করে জেতালেন রিয়াল মাদ্রিদকে। স্প্যানিশ লা লিগার ম্যাচে ভ্যালোদলিদের বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিতেছে ২-০ গোলে।
ঘরের মাঠে দুর্দান্ত লড়াই করেছে ভ্যালোদলিদ। ম্যাচ জিততে রিয়াল মাদ্রিদকে বেশ কঠিন পরীক্ষাই দিতে হয়েছে। ৮২ মিনিট পর্যন্ত ম্যাচটি ছিল গোলশূন্য। ৮৩তম মিনিটে পেনাল্টি পায় রিয়াল। পেনাল্টি নিয়ে তর্ক করতে গিয়ে লাল কার্ড দেখেন ভ্যালোদলিদের সার্জিও লিওন। স্পট কিক থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজিমা।
৮৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল, স্বদেশি কামাভিঙ্গার অ্যাসিস্ট থেকে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন বেনজিমা। এই জয়ের ফলে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে ওঠে গেছে কালো আনচেলত্তির দল। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ৩৮ পয়েন্ট। দুইয়ে থাকা বার্সেলোনার সংগ্রহ ৩৭ পয়েন্ট। তবে রিয়ালের চেয়ে বার্সা একটি ম্যাচ কম খেলেছে। আজ এস্পানিওলের বিপক্ষে জিতলে পয়েন্টে ফের এগিয়ে যাবে কাতালানরা।