1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
বিসিবি থেকে পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন - DeshBideshNews
November 24, 2024, 6:41 am
 

বিসিবি থেকে পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন

  • Update Time : Wednesday, September 11, 2024
  • 78 Time View
বিসিবি থেকে পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। বিসিবি সূত্র সুজনের দায়িত্ব ছাড়ার খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) তিনি পদত্যাগপত্র জমা দেন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজন গেম ডেভলপমেন্টে সাফল্যের সঙ্গে কাজ করেছেন। বয়সভিত্তিক দলগুলো গড়ার পেছনে তার অবদান অপরিসীম। অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ের পেছনের নায়ক ছিলেন এই সুজন। পরিচালকের পদে থাকাকালীন সময়ে সুজন বিভিন্ন সময়ে জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন। টিম ডিরেক্টর, টিম ম্যানেজার কিংবা অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকায় দেখা গেছে সুজনকে।

দেশের ক্লাব ক্রিকেটের কোচিংয়ে সুজন ছিলেন নিয়মিত মুখ। আবহনী লিমিটেডের কোচ হিসেবে তিনি পরিচিত। সর্বশেষ বিপিএলে তিনি দুর্দান্ত ঢাকার কোচ ছিলেন। ক্রিকেটার তুলে আনার পেছনে আছে তার বড় ভূমিকা সর্বজনবিদিত। ভবিষ্যতে দেশের ক্রিকেটে সুজনকে অন্য কোনো ভূমিকায় দেখা যাবে কিনা, সেটা সময়ই বলে দেবে।

উল্লেখ্য, এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন শফিউল আলম চৌধুরী নাদেল ও নাঈমুর রহমান দুর্জয়। ফারুক আহমেদ বিসিবি সভাপতি হওয়ার পর বোর্ড সভাতেও যোগ দিয়েছিলেন সুজন। তার পদত্যাগের কোনো আভাস ছিল না। হুট করেই এলো সিদ্ধান্ত।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ