দেশ-বিদেশ নিউজ ডেস্ক : অবশেষে ঘোষণা করা হলো ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের সূচি। আগামী ৫ অক্টোবর শুরু হবে এবারের বিশ্বকাপ। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর ধর্মশালায়, আফগানিস্তানের বিপক্ষে।
আফগানদের বিপক্ষে ম্যাচের পর একই ভেন্যুতে ১০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। ১৪ অক্টোবর পরের ম্যাচ চেন্নাইতে, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ১৯ অক্টোবর পুনেতে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে তামিম ইকবালের দল। ২৪ অক্টোবর মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। বাছাইপর্বের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে ২৮ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে খেলবেন বাংলাদেশ।
একই ভেন্যুতে ৩১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ৬ নভেম্বর বাছাইপর্বের দ্বিতীয় দলের বিপক্ষে দিল্লিতে খেলবে বাংলাদেশ। ১২ নভেম্বর প্রথম রাউন্ডের শেষ ম্যাচে পুনেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। উল্লেখ্য, ১০ দলকে নিয়ে ৫০ ওভারের শ্রেষ্ঠত্বের আসর ৪৬ দিনব্যাপী চলবে ভারতের ১২ শহরে। খেলা হবে আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গৌহাটি, হায়দারাবাদ, কলকাতা, লখনউ, ইন্দোর, রাজকোট ও মুম্বাইয়ে।