1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
বিশ্বকাপ শেষ করিম বেনজেমার - DeshBideshNews
November 24, 2024, 5:42 pm
 

বিশ্বকাপ শেষ করিম বেনজেমার

  • Update Time : Sunday, November 20, 2022
  • 90 Time View
বিশ্বকাপ শেষ করিম বেনজেমার

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : শনিবার বিকেলটা বিরাট এক দুঃসংবাদ বয়ে নিয়ে আসলো বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের জন্য। তাদের তারকা স্ট্রাইকার করিম বেনজেমা বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।

কাতারের স্থানীয় সময় শনিবার বিকেলে জসিম বিন হাম্মাদ স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলন করার সময় উরুর ইনজুরিতে পড়েন তিনি। পরবর্তীতে ফ্রান্স দলের পক্ষ থেকে জানানো হয় এই ইনজুরির কারণে তিনি আর বিশ্বকাপে খেলতে পারবেন না।

ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, করিম বেনজেমার ইনজুরিতে গোটা দল ব্যথিত এবং তিনি দ্রুত সেরে উঠুক সেই প্রত্যাশা করছে সবাই। এমআরআই করে নিশ্চিত হওয়া গেছে বেনজেমা উরুর পেশির ইনজুরিতে পড়েছেন। যেটা থেকে উঠতে তিন সপ্তাহ সময় লাগবে। সে কারণে তিনি আর বিশ্বকাপে খেলতে পারছেন না।

এ বছরটি দুর্দান্ত কেটেছে করিম বেনজেমার। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার পাশাপাশি স্প্যানিশ লা লিগার শিরোপাও জিতেছিলেন। জিতেছিলেন ২০২২ ব্যালন ডি’অরও। ২০২১-২২ মৌসুমে রিয়ালের হয়ে ৪৬ ম্যাচে করেছিলেন ৪৪ গোল। শুধু তাই নয়, ফ্রান্সের হয়ে ন্যাশন্স লিগেও দারুণ পারফরম্যান্স করেছিলেন তিনি। সবাই ধরেই নিয়েছিল ফরাসি এই তারকা এবার কাতার বিশ্বকাপ রাঙাবেন নিজের পারফরম্যান্স দিয়ে। কিন্তু সেটা আর হচ্ছে না অনাহুত ইনজুরির কারণে।

বেনজেমার বদলি খেলোয়াড় হিসেবে ফ্রান্স কাকে নিবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার পর্যন্ত সময় রয়েছে তাদের হাতে। এবার ইনজুরি যেন পিছু ছাড়ছে না ফ্রান্সের। ইনজুরির কারণে ফ্রান্সের বিশ্বকাপ দলে নেই তারকা মিডফিল্ডার পল পগবা ও এন’গলো কান্তে। গেল বুধবার অনুশীলনের সময় ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন তাদের ফরোয়ার্ড ক্রিস্টোফার এনকুকু।

এবার ইনজুরিতে পড়লেন বেনজেমা। ৩৪ বছর বয়সী এই তারকা ফ্রান্সের হয়ে ৯৭ ম্যাচ খেলে গোল করেছেন ৩৭টি। বিশ্বকাপে খেলতে পারলে দলের হয়ে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করতে পারতেন। কিন্তু দুর্ভাগ্য তার। খেলা হচ্ছে না বিশ্বকাপে। এ নিয়ে টানা তিন বিশ্বকাপে খেলতে পারলেন না রিয়াল মাদ্রিদের এই তারকা।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ