দেশ-বিদেশ নিউজ ডেস্ক : কাতার বিশ্বকাপ থেকে ইসরায়েলকে মুছে দিল বিশ্বকাপের টিকিট এবং আবাসন প্যাকেজের অফিসিয়াল ওয়েবসাইট। মাঠে বসে বিশ্বকাপ দেখতে ইচ্ছুক ইসরায়েলিদের নিজ দেশের পরিবর্তে ফিলিস্তিনকে দেশ হিসেবে বেছে নিতে হয়। কারণ ওয়েবসাইটের কান্ট্রি বারে ইসরায়েলের বদলে ফিলিস্তিনের নাম অন্তর্ভুক্ত করা হয়।
কাতারে হতে যাওয়া ফিফা বিশ্বকাপের ম্যাচ টিকিট ও হসপিটালিটি প্যাকেজের জন্য নির্বাচিত অফিসিয়াল ওয়েবসাইট ইসরায়েলের পরিবর্তে ফিলিস্তিনকে দেশ হিসেবে তালিকাভুক্ত করলো। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা ও সৌদি গণমাধ্যম আরব নিউজ তাদের প্রতিবেদনে এই তথ্য জানায়। যেসব ইসরায়েলি দোহায় ম্যাচ দেখার জন্য টিকিট বুক করতে ইচ্ছুক, তাদের ইসরায়েলের পরিবর্তে ফিলিস্তিন অঞ্চলকে নিজ দেশ হিসেবে বেছে নিতে হবে।
আরব ফুটবল ভক্তরা সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্ত নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ইসরায়েলের পরিবর্তে ফিলিস্তিনকে দেশ হিসেবে তালিকাভুক্ত করাকে ‘সাহসী ও সঠিক পদক্ষেপ’ আখ্যা দিয়েছেন তারা। অনেকের মতে এটি ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের নীরব প্রতিবাদ হিসেবে দেখছেন। একটি টুইটে বলা হয়েছে, ‘বিশ্বকাপে দেশের তালিকা থেকে ইসরায়েলকে ছাঁটাই করায় কাতারকে ধন্যবাদ। কাতার সরকারকে স্যালুট।
তালিকায় ইসরায়েলের নাম না থাকার বিষয়টি গত বুধবার সবার আগে তুলে ধরে ইসরায়েলি গণমাধ্যম।