ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি : সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেন- খেলাধুলা যেমন মানুষের শরীর ও মনকে ভালো রাখে, তেমনি প্রতিভা বিকাশেরও সুযোগ করে দেয়। আমাদের তরুণরা সবসময় ফুটবল ক্রিকেটে প্রতিভাবান। বিভিন্ন ধরণের টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় আমাদের প্রবাসীরাও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আগামীতে তারা আরও বেশী পৃষ্ঠপোশকতা করবেন বলেই আমাদের প্রত্যাশা।
সিলেট জেলার ওসমানীনগর উপজেলা ক্রিকেট লীগের সাবেক চ্যাম্পিয়ন সানফ্লাওয়ার ক্রিকেট ক্লাবের আয়োজনে সাদিপুর ইউনিয়নের গজিয়া-ইব্রাহিমপুর প্রিমিয়ার ক্রিকেট লীগের ৮ম আসরের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
আজ সোমবার ( ২১ মার্চ ) গজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খেলায় পিচ স্ম্যাসারসে ৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে টিম টাইগারস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেদ আহমদ ভিপি মুসা।
উপস্থিত ছিলেন- প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব আনহার উদ্দিন, সিলেট জেলা যুবলীগ নেতা সুজিত চৌধুরী ও সাজলু লস্কর, ৬নং ওয়ার্ড মেম্বার বখতিয়ার হোসেন, রেজাউল করিম রিপন, ইকবাল হাসান সুমন, সোহেল আহমদ, সজিবুল আলম সুজা, জুবেদ আহমদ, রাজিব আহমদ, আবুল কাশেম মামুন, সুলতান আহমদ, রায়হান আহমদ রকি, জুয়েল রানা, আব্দুল মোমিন রুবেল, সুলতান আহমদ রফি, মনসুর আহমদ, ফরহাদ রহমান, এহসানুল হক জুবেদ, সাহান আহমদ, ইমন আল রাফি, মিনহাজ আলি, শাহরিয়ার আলম, রবিন আহমদ, আদনান হক, সুবেল আহমদ, রবিউল ইসলাম, লোকমান আহমদ, জুবাইদ, কামরান, আরমান রাব্বি ইমরান সাবরান, ইমন, রুমেল লুতফুর০ প্রমুখ।
উল্লেখ্য, টুর্নামেন্ট দীর্ঘ ৮ বছর যাবত ১ম পুরস্কার স্পন্সর করে যাচ্ছেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সামসুল আলম রাজু, ২য় পুরস্কার ও ম্যান অব দ্য ম্যাচের স্পন্সর করেছেন বন্ধন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাদিপুর।
এছাড়া বিভিন্ন পুরস্কার স্পন্সর দিয়ে সহযোগিতা করেছেন বখতিয়ার হোসেন মেম্বার, ক্লাবের সাবেক খেলোয়াড় প্রবাসী পাবেল আহমদ, রাসেল আহমদ, আতাউর রহমান জুনেদ আহমদ, সুলতান আহমদ, রায়হান রশিদ রাহি, সুলতান আহমদ রফি, মনসুর আহমদ ইমন আল রাফি।