1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
বার্নাব্যুতে রিয়ালের সঙ্গে বেতিসের ড্রয়, ক্রুসের অশ্রুসিক্ত বিদায় - DeshBideshNews
November 24, 2024, 5:03 pm
 

বার্নাব্যুতে রিয়ালের সঙ্গে বেতিসের ড্রয়, ক্রুসের অশ্রুসিক্ত বিদায়

  • Update Time : Sunday, May 26, 2024
  • 75 Time View
বার্নাব্যুতে রিয়ালের সঙ্গে বেতিসের ড্রয়, ক্রুসের অশ্রুসিক্ত বিদায়

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দলের অনেক সাফল্যের নায়ক টনি ক্রুসের বিদায় সুখকর হলো না। লা লিগা চলতি মৌসুমে নিজেদের শেষ ম্যাচে রিয়াল বেতিসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

যদিও লা লিগা শিরোপা আগেই ঘরে তুলেছে রিয়াল। তবে শেষটা রাঙাতে পারল না। কিন্তু প্রিয় সতীর্থের শেষটা বিশেষ করে তুলতে চেষ্টার কমতি রাখেনি রিয়ালের অন্য খেলোয়াড় এবং সমর্থকরা। গ্যালারিতে দেখা যায় ঢাউস আকৃতির একটি ব্যানার, তাতে ক্রুসের ছবি, তারওপর লেখা ২২ ট্রফি আর তার নিচে লেখা ‘ধন্যবাদ কিংবদন্তি।’

মদ্রিচ-ভিনিসিউসরা সবাই ক্রুসের ‘৮ নম্বর জার্সি’ পরে দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়ান, মাঝ দিয়ে হেঁটে আসেন ২০১৪ সালে রেয়ালে পাড়ি জমানো এবং অল্প সময়েই মাঝমাঠের নায়ক হয়ে ওঠা টনি ক্রুস।

ম্যাচের শেষের বাঁশি বাজতেই শুরু হয়ে যায় বার্নাব্যুতে ক্রসের বিদায়ের শেষ পর্ব। আবেগঘন মুহূর্ত দীর্ঘায়িত হলো আরও। লিগে ৩৮ ম্যাচে ২৯ জয় ও আট ড্রয়ে ৯৫ পয়েন্ট নিয়ে আসর শেষ করল চ্যাম্পিয়নরা। আর ৫৭ পয়েন্ট নিয়ে সপ্তম হলো রেয়াল বেতিস, আগামী মৌসুমে কনফারেন্স লিগে খেলবে তারা।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ