দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ফ্রেঞ্চ কাপের ম্যাচে গতরাতে মাঠে নেমেছিল জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তাদের প্রতিপক্ষ ছিল ফ্রেঞ্চ লিগের তৃতীয় সারির দল শাতোরু। ম্যাচে ছিলেন না বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ছিলেন না কিলিয়ান এমবাপ্পে ও নেইমার জুনিয়রও। তাদের ছাড়াই অবশ্য জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি। প্রতিপক্ষের মাঠে পিএসজি জিতেছে ৩-১ ব্যবধানে। ম্যাচের ১৩ মিনিটে গোল করে পিএসজিকে এগিয়ে দেন হুগো একিটিকে। ৩৭তম মিনিটে নাতায়েল এনতোল্লার গোলে সমতায় ফিরে শাতোরু। সমতা নিয়েই বিরতিতে যায় দুদল।
বিরতির পর নিজেদের বেশ গুছিয়ে নেয় পিএসজি। ম্যাচের ৭৮তম মিনিটে গোল করেন দলটির স্প্যানিশ তারকা কার্লোস সোলের। যোগ করা সময়ে আরেকটি গোল করে পিএসজির ৩-১ গোলের জয় নিশ্চিত করেন হুয়ান বার্নেট। এই জয়ের ফলে ফ্রেঞ্চ কাপের ‘রাউন্ড অব ৩২’-এ ওঠে গেছে ক্রিস্টাফ গালতিয়েরের দল।
১১ জানুয়ারি লিগ ওয়ানের ম্যাচ দিয়েই লিওনেল মেসির ফেরার কথা রয়েছে। ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে সংবর্ধনাও দেওয়া হবে বিশ্বকাপ ও গোল্ডেন বল বিজয়ী এই তারকাকে।