1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
প্রথমবার ক্রিকেট দেখানো হলো ‘লাল কার্ড’ - DeshBideshNews
November 26, 2024, 5:55 am
 

প্রথমবার ক্রিকেট দেখানো হলো ‘লাল কার্ড’

  • Update Time : Monday, August 28, 2023
  • 84 Time View
প্রথমবার ক্রিকেট দেখানো হলো ‘লাল কার্ড’

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ফুটবলে লাল কার্ডের প্রচলন নতুন কিছু নয়। কিন্তু ক্রিকেট মাঠেও এবার দেখা গেল লাল কার্ড। লাল কার্ড দেখে ক্রিকেটের ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে মাঠে ছাড়লেন ক্যারিবিয়ান ক্রিকেটার সুনীল নারিন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচে লাল কার্ড দেখেন তিনি।

চলতি বছরেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে শাস্তি হিসাবে লাল কার্ড দেখানোর নিয়ম চালু হয়েছে। স্লো ওভার রেটের চূড়ান্ত শাস্তি হিসেবে লাল কার্ডের প্রচলন করে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। অবশেষে টুর্নামেন্টের ১২ নম্বর ম্যাচে এসে আম্পায়ারদের লাল কার্ড ব্যবহার করতে হলো। সিপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে লাল কার্ড দেখা খেলোয়াড় হলেন নারিন। শুধু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেই নয়, ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখলেন এই স্পিনিং অলরাউন্ডার।

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে ম্যাচে ত্রিনাবাগো নাইট রাইডার্স নির্ধারিত সময়ে ২০ ওভারের বোলিং কোটা পূর্ণ করতে পারেনি। ফলে স্লো ওভার-রেটের দায়ে পড়ায় তাদের একজন ক্রিকেটারকে লাল-কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের হয়ে যেতে বলেন আম্পায়ার। কে যাবে, সেটা দলের ক্যাপ্টেনকে ঠিক করতে হয়। পোলার্ড নারিনকে মাঠের বাইরে যেতে বলেন। নারিনের লাল কার্ড অবশ্য নাইট রাইডার্সের জয়ের পথে কোনো বাধা হয়নি। ম্যাচ জিতেই মাঠ ছাড়ে তারা। প্রথমে ব্যাট করে সেন্ট কিটস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান তোলে। জবাবে নাইট রাইডার্স ১৭.১ ওভারে ৪ উইকেটে হারিয়েই ১৮০ রান তুলে ম্যাচ জিতে যায়।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ