দেশ-বিদেশ নিউজ ডেস্ক : পেশাদার ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন জার্মানিকে ২০১৪ বিশ্বকাপ জেতানোর অন্যতম নায়ক মেসুত ওজিল। একসময় ইউরোপিয়ান ফুটবলে দ্যুতি ছড়িয়েছেন। খেলেছেন আর্সেনাল, রিয়াল মাদ্রিদের মতো নামিদামি ক্লাবের হয়ে। তুরস্কে পাড়ি জমানোর পর অনেকটা দৃষ্টির অগোচরে চলে গিয়েছিলেন ওজিল। এবার বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এই মিডফিল্ডার।
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন ২০১৮ সালেই। ২০২১ সালে প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে ব্রাত্য হন ওজিল। এরপর চলে যান পিতৃভূমি তুরস্কে। সেখানকার ক্লাব ফেনারবাখে যোগ দেন তিনি। ২০২২ সালের ১৪ জুলাই ফেনারবাখ ছেড়ে ইস্তাম্বুল বাসাকশেহিরে যোগ দেন ওজিল। তবে চোটের কারণে দলটির হয়ে খুব বেশি খেলা হয়নি। পেশাদার ফুটবলে আর মাঠে নামা হবেও না তার।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওজিল লিখেছেন, ‘সব কিছু ভেবেচিন্তে আমি পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। প্রায় ১৭ বছর ধরে পেশাদার ফুটবল জীবনে আমি অনেক সম্মান পেয়েছি। এমন দারুণ সুযোগের জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কিন্তু বেশ কয়েক সপ্তাহ ও মাস ধরে আমি ইনজুরিতে ভুগছি। যে কারণে বুঝতে পেরেছি, এখনই সময় খেলোয়াড় জীবন থেকে সরে দাঁড়ানোর।’ আন্তর্জাতিক ফুটবলে জার্মানির হয়ে ৯২ ম্যাচে ২৩ গোল করেন মেসুত ওজিল।