1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
নিউক্যাসলের বিপক্ষে ম্যানসিটির কষ্টার্জিত জয় - DeshBideshNews
November 25, 2024, 6:55 am
 

নিউক্যাসলের বিপক্ষে ম্যানসিটির কষ্টার্জিত জয়

  • Update Time : Sunday, January 14, 2024
  • 79 Time View
নিউক্যাসলের বিপক্ষে ম্যানসিটির কষ্টার্জিত জয়

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : প্রথমে পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার সিটি। পরে সমতায় ফিরলেও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে গিয়েছিল তারা। তবে বদলি হিসেবে মাঠে নেমেই কেভিন ডি ব্রুইন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন। তার গোলেই সমতায় ফেরে সিটি। এরপর ইনজুরি সময়ের গোলে নিউ ক্যাসলের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় নিয়েই ঘরে ফিরেছে ম্যানচেস্টার সিটি।

সেন্ট জেমস পার্কে মৌসুমের প্রথম গোল করেন কেভিন ডি ব্রুইন। মাঝে দীর্ঘদিন ইনজুরিতে থাকার কারণে মাঠেই থাকতে পারেননি। তার অনুপস্থিতিতে ভুগতে হয়েছে ম্যানসিটিকেও। ২০ ম্যাচে তাদের পয়েন্ট ৪৩। ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল।

ম্যাচের ৬৯তম মিনিটে মাঠে নামেন ডি ব্রুইন। নেমেই (৭৪তম মিনিটে) দারুণ একটি ফিনিশিং টানেন তিনি। নিচু শটে তিনি বল জড়িয়ে দেন প্রতিপক্ষের জালে। তার গোলেই ২-২ সমতায় ফেরে সিটি। এরপর ইনজুরি সময়ে ডি ব্রুইনের পাস থেকে গোল করে ম্যানসিটিকে জয় এনে দেন অস্কার বব।

২৬ মিনিটে বার্নার্ডো সিলভার গোলে এগিয়ে যায় সিটিজেনরা। তবে দ্রুত‌ই সমতায় ফেরে নিউ ক্যাসল। ৩৫ মিনিটে আলেকজান্ডার আইজ্যাক। ২ মিনিটের ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক ক্যাসল। এবার গোল করেন অ্যান্থোনি গর্ডন।

৭৪ মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে সমতায় ফেরে ম্যানসিটি। ৯০+১ মিনিটে বই ব্রুইনের পাসে অস্কার ববের গোলে জয় নিয়ে‌ মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ