1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
দুর্দান্ত জয় দিয়ে টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু - DeshBideshNews
November 24, 2024, 2:38 pm
 

দুর্দান্ত জয় দিয়ে টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু

  • Update Time : Saturday, June 8, 2024
  • 72 Time View
দুর্দান্ত জয় দিয়ে টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু
দুর্দান্ত জয় দিয়ে টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১২৪ রানে আটকেও রান তাড়ায় কঠিন পরিস্থিতিতে পড়ে ২ উইকেটে জিতেছে বাংলাদেশ। তবে সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে বাংলাদেশের ব্যাটারদের। অবশেষে শঙ্কা উড়িয়ে অবশেষে জয় নিয়েই ফিরেছে টাইগাররা। আজ শনিবার (৮ জুন) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে লঙ্কানদের দেয়া ১২৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশ।

২৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় টাইগাররা। তবে শঙ্কা কাটিয়ে চতুর্থ উইকেটে ৩৮ বলে ৬৩ রানের জুটি গড়েন লিটন দাস ও তাওহিদ হৃদয়। ঝোড়ো ব্যাটিং করে চার ছক্কা ও এক চারে ২০ বলে ৪০ রান করে হাসারাঙ্গার বলে এলবিডব্লিও হয়ে সাজঘরে ফিরেন হৃদয়। তখন দলীয় স্কোর ৯১।

নুয়ান থুসারার দাপটে শেষদিকে ৪ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। ৯৯ রানে এলবিডব্লিউ হন লিটন। ১০৯ রানের মাথায় মাথিশা পাথিরানার বলে থার্ড ম্যান অঞ্চলে থিকসানার হাতে ধরা পড়েন সাকিব আল হাসান (১৪ বলে ৮)। ১৩ বলে ১৬ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতে ২ উইকেট হারালেও শ্রীলঙ্কার শুরুটা ছিল ভালোই। ২১ রানের মাথায় কুশল মেন্ডিসকে নিজের শিকারে পরিনত করেন তাসকিন আহমেদ। রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদদের দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কাকে ১২৪ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। রিশাদ ২২ রানে ও মোস্তাফিজ ১৭ রানে নেন তিনটি করে উইকেট। তাসকিন আহমেদ ২৫ রানে পান ২ উইকেট। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে প্রথমবার হারাল বাংলাদেশ। এর আগে দুটি ম্যাচ হেরেছিল তারা।

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১২৪/৯ (নিসাঙ্কা ৪৭, ধানাঞ্জয়া ২১, আসালাঙ্কা ১৯; তাসকিন ২/২৫, মুস্তাফিজ ৩/১৭, রিশাদ ৩/২২, তাসকিন ২/২৫
বাংলাদেশ: ১৯ ওভারে ১২৫/৮ ( তাওহিদ হৃদয় ৪০, লিটন ৩৬, মাহমুদউল্লাহ ১৬*; থুসারা ১৮/৪, হাসারাঙ্গা ৩২/২)
ফলাফল: বাংলাদেশ ২ উইকেটে জয়ী।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ