দেশ-বিদেশ নিউজ ডেস্ক : গ্রুপপর্বের দাপুটে নৈপুণ্য সেমিফাইনালেও টেনে এনেছে বাংলাদেশ। তাতে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেছে স্বাগতিকরা। আজ (রবিবার) ফাইনালে যাওয়ার লড়াইয়ে থাইল্যান্ডকে ৪১-১৮ পয়েন্টে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এ নিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে স্বাগতিকরা।
মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু থেকে বাংলাদেশ নিজেদের দাপট দেখাতে থাকে। অধিনায়ক আরদুজ্জামান মুন্সী প্রথম রেইডেই চার পয়েন্ট এনে দেন। এরপর বাংলাদেশের দাপট অব্যাহত রেখে প্রথমার্ধে ২৩-৮ পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতি পরও বাংলাদেশের পথ কঠিন করে তুলতে পারেনি থাইল্যান্ড।
প্রতিপক্ষকে তিনবার অল আউট করে লোনা পায় বাংলাদেশ। শেষ বড় জয়ে ফাইনাল নিশ্চিত করে স্বাগতিকরা। দলকে ফাইনালে তুলে আরদুজ্জামান ম্যাচ শেষে বলেছেন,’আমি ম্যাচসেরার কথা চিন্তা করি না। দল নিয়ে চিন্তা করি, কীভাবে দলকে জয় এনে দেওয়া যায়। শিরোপার জেতার ব্যাপারে আশাবাদী তিনি। প্রতিটি দল অনেক ভালো। নেপাল ও কেনিয়া ভালো দল। আমাদের আত্মবিশ্বাস আছে। দল ভালো আমাদের। আমরা আশাবাদী চ্যাম্পিয়ন হতে পারবো।