দেশ-বিদেশ নিউজ ডেস্ক : এশিয়া কাপ এলেই কেন যেন বদলে যায় শ্রীলঙ্কা দল। দলগত পারফর্মেন্সের দিয়ে তারা আগ্রাসী, হার না মানা ক্রিকেট উপহার দেয়। অন্তত গত দুই আসরে এটাই দেখা যাচ্ছে। আজ রবিবারের ফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
টি-টোয়েন্টি ফরম্যাটের গত আসরে তারা পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার কি পারবে ভারতকে হারিয়ে শিরোপা নিজেদের কাছে রেখে দিতে? এবারের আসরে শ্রীলঙ্কা শুধু ভারতের কাছে হেরেছে। সেটাও দুর্দান্ত লড়াই করে। পাকিস্তানকে সুপার ফোরে হারিয়ে বিদায় করে দিয়েছে।
সেই আত্মবিশ্বাস নিয়েই ভারতে বিপক্ষে নামার ঘোষণা দিলেন অধিনায়ক দাসুন শানাকা, ‘বিশ্বকাপের আগে ঠিক সময়ে আমরা ফর্মের তুঙ্গে আছি। ছেলেরা দেশের হয়ে সেরাটা দেওয়ার জন্যে তৈরি। আমরা আন্ডারডগের তকমা নিয়ে খেলতে নেমেছিলাম। প্রত্যেকে নিজের সেরাটা দিয়ে দলকে ফাইনালে তুলেছে।
পর পর দুই বার ফাইনালে ওঠা সহজ নয়। সমর্থকদের থেকে অনেক বার্তা পেয়েছি। ওরা বলছে, তুমি কি এবার হার্ট অ্যাটাক করিয়ে দেবে আমাদের? কলম্বোর উইকেট দেখেই ভারতের বিপক্ষে একাদশ ঠিক করবেন বলে জানিয়েছেন শনাকা। তার কথায়, ‘আমরা পুরোপুরি তৈরি। ম্যাচের প্রথম একাদশ তৈরি হবে উইকেট দেখার পর। পুরো টুর্নামেন্টেই পিচ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরাও আগের ম্যাচগুলোতে সেভাবেই দল নির্বাচন করেছি। ভারতের বিপক্ষে বোলিং করতে গেলে শুরুতে উইকেট নিতে হবে। তাতে খেলাটা আমাদের জন্যে সুবিধা হবে।