দেশ-বিদেশ নিউজ ডেস্ক : গত ১৩ আসরের আটবারই সাফের শিরোপা ঘরে তুলেছিল ভারত। তাই এবার সাফের আসর আরও প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য অতিথি হিসেবে লেবানন ও কুয়েতকে যুক্ত করা হয়। কিন্তু ভারতকে আটকাতে পারেনি তারা। নবম বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে ব্লু টাইগাররা। গতকাল বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ফাইনালে টাইব্রেকারে কুয়েতকে ৫-৪ গোলে হারায় ভারত। ম্যাচের নির্ধারিত নব্বই মিনিট ও অতিরিক্ত ত্রিশ মিনিট ছিল ১-১ সমতায়। এরপর ম্যাচের ভাগ্য গড়ায় অতিরিক্ত সময়ে। টাইব্রেকার প্রথম শটেই জালের দেখা পান সুনীল ছেত্রী।
কিন্তু কুয়েতের মোহাম্মদ আব্দুল্লাহর প্রথম শট ক্রসবার লেগে ফিরে আসে। এরপর ভারতের সন্দেশ জিঙ্গান, চাঙতে ও শুভাশীষ বোস জালের দেখা পেলে চতুর্থ শট মিস করেন উদান্ত সিং। কুয়েতও পরের চারটি শটে জাল খুঁজে পায়। এরপর ভারতের মনি সিং জালের দেখা পান। অন্যদিকে খালেদ হাজিয়াহর শট গোলরক্ষক গুরপ্রিত সিং সান্ধু আটকে দিলে শিরোপা উৎসবে মাতে ভারত। ফাইনাল বলেই কানায় কানায় পূর্ণ ছিল গ্যালারি। তিল পরিমাণ ঠাঁই ছিল না। এমন দর্শক ঠাসা ম্যাচেই কিনা ১৪ মিনিটেই পিছিয়ে পড়েছিল ভারত। প্রতি আক্রমণে গিয়ে গোল আদায় করে নেয় কুয়েত। সতীর্থের আড়াআড়ি পাসে দুরের পোস্ট থেকে পা লাগিয়ে লক্ষ্যভেদ করেন শাবাইব আল খালিদি।
পরের মিনিটেই অল্পের জন্য সমতা ফেরানো হয়নি ভারতের। বক্সের বাইরে থেকে সাহাল আব্দুল সামাদের শট ঝাঁপিয়ে ফেরান কুয়েতের গোলরক্ষক। ফিরতি বলে সুযোগ ছিল কিন্তু সুনীল ছেত্রীর প্রচেষ্টা আটকে যায় সেই গোলরক্ষকের গ্লাভসেই। অবশেষে ৩৯ মিনিটে ম্যাচে ফেরে ভারত। সাহালের স্কয়ার পাসে দূরের পোস্টে পা লাগিয়ে স্বাগতিকদের স্বস্তি ফেরান লালিয়ানজুয়ালা চাঙতে। দ্বিতীয়ার্ধেও চলে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু কোনো দলই পায়নি গোলের দেখা।
এ নিয়ে রেকর্ড নবমবার সাফের শিরোপা জিতল ভারত। দুইবার জিতেছে মালদ্বীপ এবং একবার করে জিতেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।