1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
জিম্বাবুয়ের স্বপ্নভঙ্গ, খেলা হচ্ছে না বিশ্বকাপে - DeshBideshNews
November 25, 2024, 10:41 pm
 

জিম্বাবুয়ের স্বপ্নভঙ্গ, খেলা হচ্ছে না বিশ্বকাপে

  • Update Time : Tuesday, July 4, 2023
  • 89 Time View
জিম্বাবুয়ের স্বপ্নভঙ্গ, খেলা হচ্ছে না বিশ্বকাপে

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : চলতি বছরই ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। এই বিশ্বকাপে খেলা হচ্ছে না দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। বাছাইপর্বের গণ্ডি পেরিয়ে মূল পর্বের খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ক্যারিবীয়রা। একই পরিণতি হলো জিম্বাবুয়েরও।

বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে আজ স্কটল্যান্ডের কাছে ৩১ রানে হেরে গেছে জিম্বাবুয়ে। ফলে বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে সিকান্দার রাজাদের।
বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে জিম্বাবুয়ে বেশ ভালোভাবেই এগিয়ে ছিল। কিন্তু টানা তিন জয়ের পর তারা টানা দুই হারে বাছাইপর্ব থেকেই ছিটকে পরেছে দলটি।

টানা তিন জয়ের পর তারা নিজেদের চতুর্থ ম্যাচে হেরেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। আজ বাঁচা-মরার লড়াইয়ে সিকান্দার রাজারা স্কটল্যান্ডের বিপক্ষেও হেরেছে। প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৪ রান করেছিল স্কটল্যান্ড। এই রানের জবাবে ব্যাটিং করতে নেমে ৪১.৩ ওভারে ২০৩ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।এই জয়ের ফলে স্কটল্যান্ড ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নেট রান-রেটে এগিয়ে থেকে দুই নম্বরে উঠে এসেছে। জিম্বাবুয়ে ৬ পয়েন্ট হলেও রান-রেটে পিছিয়ে তিনে নেমেছে। এখন স্কটল্যান্ডের আর একটা ম্যাচ বাকি। সেই ম্যাচটা হবে নেদারল্যান্ডের বিপক্ষে। যদি এই ম্যাচে নেদারল্যান্ড জিতে তাহলে নেদারল্যান্ড রান-রেটে এগিয়ে মূল পর্বে চলে যেতে পারে। আবার যদি স্কটল্যান্ড জিতে তাহলে তো তারা যাবেই। তবে জিম্বাবুয়ের আশা শেষ।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ