ডেক্স নিউজঃ
পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে টানটান উত্তেজনার ম্যাচে অর্শদীপ সিং এর প্রথম বলেই আউট হয়ে মাঠ ছাড়েন। এর আগে টি-টোয়েন্টি এশিয়া কাপেও খুব একটা সুবিধা করতে পারেননি বাবর আজম।
রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে বোলিংয়ে নেমে শুরু থেকেই পাকিস্তানকে চাপে রাখে ভারতের বোলারা।
ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারের উদ্বোধনী ওভারে পাকিস্তান মাত্র ১ রানের সংগ্রহ পায়। তবে সেটা আসে ওয়াইড বল থেকে। দ্বিতীয় ওভারের প্রথম বলেই পাকিস্তান হারিয়ে বসেছে তাদের অধিনায়ক। অর্শদীপ সিং এর প্রথম বলেই আউট হয়ে মাঠ ছাড়েন অধিনায়ক বাবর আজম।
অর্শদীপে দুর্দান্ত এক ডেলিভারি বাবরের প্যাডে লাগলে আঙুল তুলে দেন আম্পায়ার। পাকিস্তান দলপতি অবশ্য রিভিউ নিয়েছিলেন। কিন্তু রিপ্লেতে দেখা যায়, বল তার লেগ স্টাম্পে আঘাত করতো।
এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান।