দেশ-বিদেশ নিউজ ডেস্ক : সদ্যই আফগানিস্তানের কাছে ঘরের মাঠে বিস্ময়করভাবে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। কাল থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ। ক্রিকেটের এই ফরম্যাটে বাংলাদেশ বেশ দুর্বল। প্রতিপক্ষ আফগানিস্তান এগিয়ে থাকবে।
এমতাবস্থায় প্রতিপক্ষের শক্তি এবং রশিদ খানকে নিয়ে চিন্তা না করে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সতীর্থদের খেলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আফগানিস্তানের স্পিন মহাতারকা রশিদ খান বিশ্বের প্রায় প্রতিটি ব্যাটারের কাছে দুঃস্বপ্নের নাম। ওয়ানডে সিরিজেও এই লেগ স্পিনার বাংলাদেশকে ভুগিয়েছেন। সেই সঙ্গে মোহাম্মদ নবি, মুজিব উর রহমানও আছেন।
যারা যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। বাংলাদেশ অধিনায়কের মতে, প্রতিপক্ষের দিকে বেশি মনোযোগ না দিয়ে, নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের কথা না ভেবে দল হিসেবে খেললেই বাংলাদেশের জয়ের সুযোগ অনেকখানি বেড়ে যায়। আজ বৃহস্পতিবার সিলেটে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমি মনে করি, আমরা দল হিসেবে তখনই ভালো খেলি যখন আমরা অন্য দলকে নিয়ে চিন্তা কম করি। আমরা যখন নির্ভার থাকি ও নিজেদের খেলাটা কিভাবে ভালো করা যায় সেই চিন্তা করি।
নিজেদের জায়গা থেকে সবাই ১০-২০ শতাংশ বেশি উন্নতি করার চেষ্টা করি, আমরা মনে হয় তখনই আমাদের দল ভালো পারফরম করে। আমরা যখন কন্ডিশন নিয়ে বেশি ভাবি, প্রতিপক্ষ ও নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে নিয়ে বেশি চিন্তা করি, আমরা তখন নার্ভাস হয়ে পড়ি এবং শতভাগ পারফরম করতে পারি না। আমি মনে করি আমরা এসব যত কম করতে পারি, আমাদের জন্য তত ভালো।’ বিশ্বকাপের কিছুদিন আগে ওয়ানডে সিরিজ হার ভালো কোনো বার্তা দেয় না। তবে শেষ ম্যাচটি বাংলাদেশ দাপটেই জিতেছে।
তাই সিরিজ হারকে অনেকে দুর্ঘটনা বলছেন। সাকিবের মতে, বিশ্বকাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের দিকে নজর রেখে দলের মধ্যে পারফরম্যান্স সংস্কৃতি গড়ে তোলার এটাই সেরা সময়। তিনি বলেন, ‘আমাদের দলও কোনো নির্দিষ্ট ব্যাটার বা বোলারের ওপর নির্ভর করে নেই। আমরা দল হিসেবে পারফরম করতে চাই এবং দল হিসেবে ম্যাচ জিততে চাই। আমরা এটা রাখার চেষ্টা করব।’