1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর - DeshBideshNews
November 25, 2024, 2:26 am
 

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর

  • Update Time : Sunday, February 18, 2024
  • 125 Time View
এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের ইমরানুর রহমান। গত আসরের চেয়ে এবার হিটে আরও ভালো টাইমিং করেছেন বাংলাদেশি এই অ্যাথলেট। ৬০ মিটারে মুকুট ধরে রাখার লড়াইয়ে নিজের হিটে দ্বিতীয় ও চার হিট মিলিয়ে হলেন চতুর্থ হয়েছেন তিনি।

আজ রোববার ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত এবারের আসরে তিন নম্বর হিটের ৬ নম্বর লেনে দৌড়ান ইমরানুর। ৬ দশমিক ৬২ সেকেন্ডে দৌড় শেষ করেন ৩০ বছর বয়সী অ্যাথলেট। এই হিটে তিন নম্বর লেনে দৌড় দিয়ে প্রথম হয়েছেন ওমানের আলি আনোয়ার। ইমরানুর থেকে ৪ সেকেন্ড আগে অর্থাৎ ৬ দশমিক ৫৬ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। সব হিট মিলিয়েও সেরা হয়েছেন আলি আনোয়ার।

এদিন ইমরানুরের চেয়ে ভালো টাইমিং করা অন্য দুইজন অ্যাথলেট। তারা হলেন- জাপানের শুহেই তাদা ও উত্তর কোরিয়ার জো কুম রাওং। দুইজনেই দৌড় শেষ করেছেন ৬ দশমিক ৬০ সেকেন্ডে।

ইমরানুরের সঙ্গে ৬০ মিটার স্প্রিন্টে এবারের আসরে অংশগ্রহণ করেছেন বাংলাদেশি আরেক অ্যাথলেট রাকিবুল হাসান। ৪ নম্বর হিটে দৌড়ান রাকিবুল। এই হিটে ৬ দশমিক ৮৭ সেকেন্ডে দৌড় শেষ করে চতুর্থ হয়েছেন তিনি। গত বছর কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬ দশমিক ৫৯ সেকেন্ডে দৌড় শেষ করে স্বর্ণ জিতেছিলেন ইমরানুর। এবার সেই স্বর্ণ ধরে রাখবেন এবং বাংলাদেশের পতাকা এশিয়ার মঞ্চে উঠাবেন বলে আশা ব্যক্ত করে দেশ ছেড়েছিলেন তিনি।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ