দেশ বিদেশ ডেস্ক : বিশ্বকাপের প্রথম ম্যাচটি যেন খেলতে পারে স্বাগতিক দেশ কাতার, সে সুবাধে বিশ্বকাপ শুরুর তারিখ একদিন এগিয়ে আনতে যাচ্ছে ফিফা। তবে এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আন্তর্জাতিক ফুটবল সংস্থাটি। এর আগের সূচি অনুযায়ি টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা ছিল ২১ নভেম্বর সোমবার, সেনেগাল ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে।
তবে স্বাগতিক দেশ হওয়ার সুবাদে কাতার প্রথম ম্যাচ খেলতে চাওয়ায় সূচিতে আসতে পারে পরিবর্তন। মানে ২০ নভেম্বর রোববার ইকুয়েডরের বিপক্ষে তাদের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ!
২০০৬ সালের বিশ্বকাপ থেকে স্বাগতিক দেশ প্রতিযোগিতার প্রথম ম্যাচ খেলে আসছে। তার আগে চ্যাম্পিয়ন দল খেলতো উদ্বোধনী ম্যাচ। আর আগের সূচি অনুযায়ী ইরানের বিপক্ষে ২১ নভেম্বর ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচ খেলবে।
এই সিদ্ধান্ত চূড়ান্ত হতে ব্যুরো অব দ্য ফিফা কাউন্সিলের অনুমোদন পেতে হবে, যেখানে রয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও প্রতিটি মহাদেশীয় কনফেডারেশনের প্রধান। শুরুর দিন এগোনো হলেও আগের মতোই ফাইনালের তারিখ থাকবে ১৮ ডিসেম্বর।