1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
উইন্ডিজের কোচ হলেন ড্যারেন স্যামি - DeshBideshNews
November 25, 2024, 5:22 pm
 

উইন্ডিজের কোচ হলেন ড্যারেন স্যামি

  • Update Time : Saturday, May 13, 2023
  • 89 Time View
উইন্ডিজের কোচ হলেন ড্যারেন স্যামি

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ড্যারেন স্যামির ওপর সাদা বলের দায়িত্বভার অর্পণ করল উইন্ডিজ ক্রিকেট বোর্ড। এ ছাড়া টেস্ট ফরম্যাটের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আন্দ্রে কোলিকে। যিনি ‘এ’ দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করবেন। গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে উইন্ডিজের বিদায়ের পর কোচের দায়িত্ব ছাড়েন ফিল সিমন্স। এরপর উইন্ডিজের অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেন কোলি।

আগামী জুনে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু জাতীয় দলের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করবেন স্যামি। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে জিম্বাবুয়ের মাটিতে বিশ্বকাপ বাছাই পর্ব খেলবে উইন্ডিজ। অন্যদিকে ঘরের মাঠে ভারতের বিপক্ষে প্রথম অ্যাসাইনমেন্ট কোলির।

তিন সংস্করণেই উইন্ডিজের অধিনায়কত্ব করেছেন স্যামি। তার নেতৃত্বেই ২০১২ ও ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল উইন্ডিজ। জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পেয়ে উচ্ছ্বসিত স্যামি বলেছেন, ‘এটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত এবং উচ্ছ্বসিত। আমি সুযোগ কাজে লাগাতে চাই। বিশেষ করে আমাদের খেলোয়াড়দের প্রতিভা কাজে লাগাতে চাই। আমি বিশ্বাস করি, ড্রেসিংরুমে প্রভাব ফেলতে পারব। খেলোয়াড় হিসেবে আমি যেভাবে খেলেছি, যেভাবে প্রভাব রেখেছি সেভাবেই দলকে এগিয়ে নিতে চাই।’ টেস্ট দলের কোচ হয়ে কোলি বলেন, ‘জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা সফরে অন্তবর্তীকালীন দায়িত্ব পালন করার পর উইন্ডিজ টেস্ট দলের প্রধান কোচ হতে পেরে আমি সম্মানিত।’

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ