1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
উইকেট পেতে গতি বড় বিষয় নয় : শাহিন আফ্রিদি - DeshBideshNews
November 25, 2024, 6:54 pm
 

উইকেট পেতে গতি বড় বিষয় নয় : শাহিন আফ্রিদি

  • Update Time : Saturday, May 27, 2023
  • 83 Time View
উইকেট পেতে গতি বড় বিষয় নয় : শাহিন আফ্রিদি

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ইনজুরি থেকে ফিরে আসার পর বল হাতে গতি কমেছে পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির। এজন্যই তার গতি নিয়ে আলোচনা চলছে। তবে গতি নিয়ে মোটেও চিন্তিত নন আফ্রিদি। তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, উইকেট শিকার করে দলের জন্য অবদান রাখতে পারাটা।

আফ্রিদির মতে, উইকেট শিকারের জন্য বোলিংয়ে ‘গতি’ বড় বিষয় নয়। গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে হাঁটুর ইনজুরিতে পড়েন আফ্রিদি। এরপর মাঠের বাইরে ছিটেক পড়েন তিনি। ইংল্যান্ডে পুনবার্সন করে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আবারো মাঠে ফিরেন আফ্রিদি।

বল হাতে ঐ বিশ্বকাপে ৭ ম্যাচে ১০ উইকেট নেন এই পেসার। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আবারো ইনজুরিতে পড়েন আফ্রিদি।
আফ্রিদির মতে, বোলিংয়ে গতি কমলেও উইকেট শিকারের মাধ্যমে দলের জন্য অবদান রাখতে পারছেন। তিনি বলেন, ‘গতি নিয়ে সবারই কিছু না কিছু বলার আছে। কিন্তু আমি নিজে ভালো অনুভব করছি। দেখুন কেউ যদি ১১০ কিলোমিটার গতিতে বোলিং করেও উইকেট পায়, তাহলে অনুভূতি ভালোই থাকে। আমি উইকেট নিয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, মাঠে শতভাগ দিয়েছি। গতি এখানে বড় ব্যাপার নয়, যদি গতি কমেও যায়, সময়ের সাথে আবার বাড়বে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ