দেশ-বিদেশ নিউজ ডেস্ক : সব কিছু আগে থেকেই ঠিক করা ছিল, বাকি শুধু আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতার প্রথম ধাপ শেষ করে ফেললেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতে মেসির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির কথা ঘোষণা করা হয়। পূর্বঘোষণা অনুযায়ী, দুই বছরের চুক্তিতে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
২০২৫ সাল পর্যন্ত মেজর সকার লিগের ক্লাবটিতে খেলবেন মেসি। এই মহাতারকাকে পাওয়ার আনন্দে ইন্টার মিয়ামির মালিকদের একজন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম বলেছেন, ‘১০ বছর আগে আমি যখন নতুন একটি দল গড়ার পথে যাত্রা শুরু করেছিলাম, তখন বলেছিলাম যে সব গ্রেট খেলোয়াড়কে চমৎকার এই শহরে নিয়ে আসার স্বপ্ন দেখি। এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।’
উল্লেখ্য, গত রবিবার পরিবারসহ মিয়ামিতে পা রাখেন মেসি। আগামী ২১ জুলাই লিগস কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব ক্রুস আসুলের বিপক্ষে মিয়ামির জার্সিতে অভিষেক হতে পারে ৩৬ বছর বয়সী মেসির। এর আগে আজ রবিবার ঘরের মাঠ ফোর্ট লডারডেইলের ডিআরভি পিএনকে স্টেডিয়ামে জমকালো আয়োজনে মেসিকে বরণ করে নেবে ইন্টার মিয়ামি।